ক্লিঞ্জিং করার জন্য :
১. টমেটোর রস ১ চা চামচ
২. লেবুর রস হাফ চা চামচ
৩. ১ চা চামচ কাঁচা দুধ
৪. ১ টা কটন বল
পদ্ধতি :
একটি বাটিতে সব উপকরণগুলো নিয়ে ভালো করে মিক্স করে নেবেন। তাতে কটন বল ভিজিয়ে মুখে ১০ মিনিট লাগিয়ে রাখবেন। ১০ মিনিট পর ধুয়ে ফেলবেন।
স্ক্রাবিং করতে যা যা লাগবে :
১. ২ চা চামচ চালের গুঁড়ো
২. ১ চা চামচ টমেটোর পেস্ট
৩. ১ চা চামচ কাঁচা দুধ
পদ্ধতি :
একটি বাটিতে নিয়ে উপকরণগুলো ভালো করে মিক্স করে নেবেন। ৫ মিনিট মুখে লাগিয়ে স্ক্রাব করেন হালকা হাতে তারপর ৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলবেন।
টমেটোর ফেসিয়াল প্যাক :
১. ১ চা চামচ বেসন
২. ১ চা চামচ টম্যাটোর পেস্ট
৩. ১ চা চামচ টকদই
পদ্ধতি :
সবগুলো উপকরণ একসাথে বাটিতে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে । তারপর মুখে ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে মুখ ধুয়ে নিবেন । সপ্তাহে ২ বার ব্যবহার করবেন। ভাল ফলাফল পাবেন।
উপকারিতা :
এই ফেসিয়াল ব্যবহারের ফলে আপনি যা যা উপকার পাচ্ছেন তা হলো -
১. ত্বক উজ্জ্বল করবে
২. মুখের দাগ ছোপ কমাবে
৩. মুখের তৈলাক্ত ভাব দূর করবে
৪. ত্বক টানটান করবে
৫. বয়সের ছাপ দূর করবে
৬. রোদে পোড়া দাগ দূর করবে
Post a Comment