ক্লিঞ্জিং করার জন্য :
১. টমেটোর রস ১ চা চামচ
২. লেবুর রস হাফ চা চামচ
৩. ১ চা চামচ কাঁচা দুধ
৪. ১ টা কটন বল
পদ্ধতি :
একটি বাটিতে সব উপকরণগুলো নিয়ে ভালো করে মিক্স করে নেবেন। তাতে কটন বল ভিজিয়ে মুখে ১০ মিনিট লাগিয়ে রাখবেন। ১০ মিনিট পর ধুয়ে ফেলবেন।
স্ক্রাবিং করতে যা যা লাগবে :
১. ২ চা চামচ চালের গুঁড়ো
২. ১ চা চামচ টমেটোর পেস্ট
৩. ১ চা চামচ কাঁচা দুধ
পদ্ধতি :
একটি বাটিতে নিয়ে উপকরণগুলো ভালো করে মিক্স করে নেবেন। ৫ মিনিট মুখে লাগিয়ে স্ক্রাব করেন হালকা হাতে তারপর ৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলবেন।
টমেটোর ফেসিয়াল প্যাক :
১. ১ চা চামচ বেসন
২. ১ চা চামচ টম্যাটোর পেস্ট
৩. ১ চা চামচ টকদই
পদ্ধতি :
সবগুলো উপকরণ একসাথে বাটিতে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে । তারপর মুখে ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে মুখ ধুয়ে নিবেন । সপ্তাহে ২ বার ব্যবহার করবেন। ভাল ফলাফল পাবেন।
উপকারিতা :
এই ফেসিয়াল ব্যবহারের ফলে আপনি যা যা উপকার পাচ্ছেন তা হলো -
১. ত্বক উজ্জ্বল করবে
২. মুখের দাগ ছোপ কমাবে
৩. মুখের তৈলাক্ত ভাব দূর করবে
৪. ত্বক টানটান করবে
৫. বয়সের ছাপ দূর করবে
৬. রোদে পোড়া দাগ দূর করবে
إرسال تعليق