বিজ্ঞানী আইনস্টাইনের মতো মেধা তাঁর পরের প্রজন্মের মধ্যে ঘটলো এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?

 আলবার্ট আইনস্টাইনের তিন সন্তান ছিলো।

তার মেয়ে (লাইসার্ল / লেয়সার্ল) একটি ধোয়াসাপূর্ণ চরিত্র। তার সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। কেউ বলে ৫ বছর হওয়ার পূর্বেই মারা গেছে, কেউ বলে কখনো উনার মেয়ে ছিলোই না। অনেক ইতিহাসবিদ মনে করে, তার মেয়ের কাছে সকল চিঠিগুলো ভূয়া।

তার বড় ছেলে এবং মেজো সন্তান হান্স আলবার্ট আইনস্টাইন।

আইনস্টাইন (ডানে), তার ছেলে হান্স আলবার্ট আইনস্টাইন এবং তার নাতি বার্নারডস সিজার আইনস্টাইন।

অ্যালবার্ট আইনস্টাইনের পুত্র, হান্স অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন বিখ্যাত হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং প্রফেসর, যিনি নদীতে পলল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ সমীকরণ তৈরি করেছিলেন।

তার এ অর্জনকে সম্মান জানাতে আমেরিকার "আমেরিকান সোসাইটি অব সিভিল ইন্জিনিয়ারস্" ১৯৮৮ সাল থেকে "হান্স আলবার্ট আইনস্টাইন পুরষ্কার " চালু করেছে।

তার ছোট সন্তান এবং ছেলে এডওয়ার্ড আইনস্টাইন খুবই মেধাবী ছিলো। তিনি সাইকোলজির শিক্ষার্থী ছিলেন, কিন্তু মাত্র ২১ বছর বয়সে সিজোফ্রেনিয়া ধরা পড়ে। অল্প বয়সেই তিনি মারা যায়।

আর, ইতিহাসবিদদের মতে সন্তানদের সাথে আইন্সটাইনের সম্পর্ক তেমন ভালো ছিলো না।

Post a Comment

أحدث أقدم