প্রশ্নটি যদিও সহজসরল, উত্তরটি দর্শনভিত্তিক তাই ধীরেসুস্থে সময় নিয়ে পড়ার জন্য অনুরোধ রইলো।
রবিবার শীতের সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই বউ বাজারের ফর্দ হাতে ধরিয়ে দিয়ে বাজার যেতে আজ্ঞা করল। আলু, পটল, মটন, দই, মিষ্টি বিশাল লম্বা লিস্ট দেখে আপনিও মানিব্যাগে আরও পাঁচশো টাকার করকরে নোট ভরে নিলেন (1)।
ঢুলু ঢুলু চোখে বাজারে গিয়ে জানিসপত্র কিনলেন (2)। সেই মতন দামও দিলেন (3)। বাড়ি ফেরার পথে ভাবতে চেষ্টা করতে লাগলেন, আজকে কি বাড়িতে কিছু বিশেষ ব্যাপার রয়েছে। আমার জন্মদিন (4)? বৌয়ের জন্মদিন (5)? বৌয়ের বাপের বাড়ি থেকে লোক আসবে বলেছিলো(6)? দুরছাই মনে পরছে না ।
বাড়িতে ফিরে বৌয়ের হাতে বাজারের ব্যাগ হাতে দিয়ে বললেন আজ কিছু আছে নাকি ? বউ চোখে অগ্নিবর্ষণ করে বলল, আজ আমাদের বিবাহবার্ষিকী । তারপর কী হলো ভেবে নিন (7)।😂😂😂
আপনি সেই ব্যাপার সম্পর্কে জানেন (কিঞ্চিৎ হলেও )।
যেটা আপনার কাছে অজানা, তার জন্য পূর্বধারণা তৈরী করা হলো অনুমান । (4),(5), (6), (7) হলো সেই উদাহরণ ।
অর্থাৎ, যা জ্ঞাত, তার চিন্তা শুরু হয় ধারণা দিয়ে। যা অজ্ঞাত, তার চিন্তা শুরু হয় অনুমান দিয়ে।
তবে কিছু কিছু ধারণার মধ্যেও অনুমান লুকিয়ে থাকতে পারে ।
ধরুন, আপনি বাড়িতে চারজনের জন্য খাবার বানান । সেই মতন কত নুন, ঝাল, তেল দিতে হবে জানেন। এবারে আপনাকে 50 জনের খাবার বানাতে বলা হলো । সেক্ষেত্রে আপনার ধারণা হয়েছে ঠিকই কিন্তূ আপনি নুন, তেল অনুমান মতোই প্রয়োগ করবেন ।
Post a Comment