চোখের ওপর ভ্রু থাকে কেন? এর কাজ কী?

 

চোখের ওপর ভ্রু থাকে কেন? এর কাজ কী?

আমরা কি জানি চোখের ভ্রু দুটোর কাজ কি?

চোখের ভ্রু নগণ্য হলেও দেহের বেশ গুরুত্বপূর্ণ দুটি কাজ করে। ভ্রু থাকার ফলে চোখ কপাল থেকে ঝরে পড়া নোনা ঘামের হাত থেকে বেঁচে যায়। আর চোখের উপর ভ্রু থাকায় সূর্যের আলো সরাসরি চোখে প্রবেশ করতে পারে না।
তবে এদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যেটা তা হচ্ছে ভ্রু আমাদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে। ভ্রুয়ের ভঙ্গি দেখে তো অনেকে কত কী বোঝেন। কাজেই ভ্রু দুটোর প্রতি কিন্তু মোটেই অবজ্ঞা পোষণ করার সুযোগ নেই!

Post a Comment

Previous Post Next Post