হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের জন্য আধ্যাত্মিক কোটস (Spiritual Quotes For Whatsapp Status)
হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস হওয়া উচিতএমন যা দেখেঅন্যরাও অনুপ্রাণিত হবে। কারণ আপনার কাছে যদি আধ্যাত্মিকতার মানে হয় অন্যের প্রতি সাহাজ্যের হাত বাড়িয়ে দেওয়াতাহলে আপনি এরকমটাই করতে চাইবেন বা করবেন। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার মতো কয়েকটি আধ্যাত্মিক স্ট্যাটাস রইল আপনাদের জন্য।
১| যে অন্যকে জানেসে হল বুদ্ধিমান কিন্তু যে নিজেকে জানে সে হল একজন আলোকিত মানুষ।
২| যখন তুমি অন্যদের বিচার করো তখন তুমি নিজের অজান্তেই নিজেকে ছোট করো।
৩| যখন তুমি বুঝতেপারবে তোমার চিন্তাশক্তির জোর কতটা তখন তুমিকিছুতেই নিজের মনে নেগেটিভ চিন্তার স্থানদেবে না।
৪| সুখী হওয়ার কোনওরাস্তা নেই বরং সুখী হওয়াটাই একটারাস্তা।
৫| ছোট বড় সবাইকে ভালবাসলেই স্বর্গের সুখ পাওয়া যায়।
৬| যে হৃদয়ে ভালবাসা আছে সেটাই হল ইশ্বরের বাসস্থান।
৭| প্রকৃত আধ্যাত্মিক মানুষেরা যারাইশ্বরকে ভালবাসেন তাঁরা এই বিশ্ব সংসারের সব কিছুই ভালবাসেন।
৮| এই পৃথিবীতে যা কিছু ঘটে তার কোনও না কোনওকারণ আছে। সেই কারণখুঁজতে যেওনা।
৯| এই পৃথিবীতে সব কিছু পরিবর্তন করার চেষ্টা না করে আগে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো।

إرسال تعليق