প্রতিদিন কাজে আসে এরকম কয়েকটি আধ্যাত্মিক কোটস, Daily Spiritual Quotes

প্রতিদিন কাজে আসে এরকম কয়েকটি আধ্যাত্মিক কোটস (Daily Spiritual Quotes)




প্রতিদিনের জীবন সংগ্রামের মুখোমুখি হতে হয় আমাদের সবাইকে এর অর্থ কিন্তু শুধুঅফিস যাওয়া বা সেখান থেকে ফেরানয় এর অর্থঅনেক গভীর একেকটা দিন আমাদের একেকভাবে লড়াই করতে হয়  তার জন্য চাই মানসিক প্রস্তুতি প্রতিদিন কাজে আসে এরকম কয়েকটি আধ্যাত্মিক কোটস আপনাদের জন্য

| তোমাকে ভিতর থেকেবিকশিত হতে হবে আমাদের সবচেয়ে বড় শিক্ষক হল আমাদের নিজেদের আত্মা সেই তোমায়সব কিছু শিখিয়ে দেবে

| একটা গাছের বীজ পুঁতলে যেমন সেটাথেকে ফুল ফল পাওয়া যায়, সেরকমই তোমার জ্ঞান মুখের হাসি অন্যদের মধ্যে ছড়িয়ে দাও এর চেয়ে বড় আধ্যাত্মিক কিছু হয় না

| সুখ অন্যদের থেকেনেওয়া যায়না, কেনাযায়না আর চাওয়াও যায় না প্রতি মুহূর্তে আনন্দ, সততা খুশির সঙ্গে বেঁচেথাকাই হল সুখ

| তোমার কথা বলা চিন্তাধারা দেখে বোঝা যায় যে তুমি কতটা পরিণত সেরকমই অসম্ভব মানসিক চাপেরমধ্যেও তুমি কীভাবে স্থির থাকো সেটাদেখে বোঝা যায় তুমি কতটা আধ্যাত্মিক

| তুমি যদি প্রতিদিন ইশ্বরের কাছে নিজেরখাবারের জন্য প্রার্থনা কর, প্রতিবেশীর খাবারের জন্যপ্রার্থনা কর এবং এই বিশ্বে যারানা খেয়ে আছেন, তাঁদের খাবারের জন্যপ্রার্থনা কর, তাহলেবুঝবে তুমি একজনআধ্যাত্মিক মানুষ


| তোমার পা থাকবেমাটিতে, অহঙ্কার বর্জনকরতে হবে, কিন্তু তোমার আত্মার স্থানহবে অনেক উঁচুতে যেখান থেকে তুমি অন্যকে পথ দেখাবে

| মন্দির, মসজিদ আর গির্জা যেখানে তোমারইচ্ছা সেখানে গিয়েতুমি প্রার্থনা করতে পার কিন্তু ইশ্বরকে নিজের মতো করে খুঁজে নিয়ে মানবতাকে সবার উপরে স্থানদিও

| যারা অন্যকে জয় করে নিজেদের শক্তিদেখাতে চায়, তাঁরাকখনওই আধ্যাত্মিক হতে পারে না এতে শুধুইতাঁদের অন্তরের শুন্যতা প্রকাশ পায়

| সংসারে একজন ভাল মা, একজন ভাল বাবা বা একজনভাল মানুষ হয়ে ওঠাও আধ্যাত্মিক

১০| প্রার্থনা মানে জোর করে গান গাওয়ানয় বা কোনওকিছু চাওয়া নয়, বরং আরও অনেককিছু গভীর এটা হল বিশ্ব সংসারের সৃষ্টি কর্তার সঙ্গে সংযোগস্থাপন করা

Post a Comment

أحدث أقدم