ছেলেদের ত্বকের যত্নে শীতে করণীয় What to do in winter skin care for boys?
শীত (Winter) আসছে এবং চলছে । আর শীতের সময়ে ত্বকের একটু আলাদা যত্নের প্রয়োজন । বেশিরভাগ সময়ে ছেলেরা তাদের ত্বকের ব্যাপারে উদাসীন Indifferent হয়। যার ফলে অল্প বয়সেই চেহারায় বেশি বয়সের ছাপ পড়ে। হঠাৎ করে ঋতু পরিবর্তনের সময় ত্বকের সহনশীলতা পরিবর্তন হয় এবং দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা(Problems)। # আসুন জেনে নেই ছেলেদের ত্বকের যত্নের কিছু টিপস।
* শেভ করার ফলে এমনিতেই চামড়ায় আলাদা একটি চাপ (Stress) পড়ে থাকে। আর শীতের সময় শেভ করলে ছেলেদের ত্বক বেশ খসখসে হয়ে যায়। তাই উন্নত মানের শেভিং ক্রিম (Shaving cream) ব্যবহার করতে হবে। * শেভ করার পর আপনাকে অবশ্যই মুখে আফটার শেভ ব্যবহার করতে হবে। এটি করে আপনার ত্বককে রুক্ষতার হাত থেকে রক্ষা করতে পারে। * তৈলাক্ত ত্বকের বা (Oily skin) এর জন্য ওয়েল ফ্রি ফেইস ওয়াস ও সাবান ব্যবহার করতে হবে। কারণ অতিরিক্ত তেলের কারণে চেহারায় ধুলো ময়লা বেশি জমতে থাকে। * রোদে চলাচলের ক্ষেত্রে সতর্ক হতে হবে। প্রয়োজনে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। * গোসলের সময় গরম পানি ব্যবহারের প্রয়োজন হলে কুসুম গরম পানি ব্যবহার করে গোসল সেরে ফেলতে পারেন। * গোসল করার পর গায়ে বডি লোশন(Body lotion) মাখতে হবে। এতে ত্বক রুক্ষতার হাত থেকে রক্ষা পাবে এবং মসৃণতা বজায় থাকবে। * আপনাকে দিনে বেশ কয়েকবার মুখ ধোওয়ার অভ্যাস করতে হবে। এতে চেহারায় অতিরিক্ত ময়লা জমতে পারবে না। * মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার ক্রিম (Moisturizer cream) ব্যবহার করতে হবে। এতে করে ত্বকের মসৃণতা ও কোমলতা ঠিক থাকে। * অনেকে শীতে কম জল পান করে থাকেন। মনে রাখবেন ত্বকের যত্নে জলের বিকল্প নেই। শীতে আপনার আরও অনেক বেশি জল পান করতে হবে। * শীতকালে বেশি করে শাকসবজি (Vegetables) খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ত্বকের সতেজতা বজায় থাকবে। * ফল সবসময় ত্বকের জন্য খুব উপকারী। তাই আপনাকে অত্যন্ত দিনে একবার হলেও মৌসুমি ফল খেতে হবে।
রিলেটেড আর্টিকলেস
1) ছেলেদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো
3) শীতে ছেলেদের চুলের যত্ন
5) ছেলেদের জন্য কোন ক্রিম, ফেসওয়াস, সাবান ভালো?
7) ছেলেদের ত্বকের যত্নে মধু
8) শীতে মুখের ত্বকের যত্ন
إرسال تعليق