সেলফ-মেড – কথাটাশুনতে কী ভাল লাগে না? যদিওবেশিরভাগ সময়েই এই শব্দটি পুরুষদের জন্যই ব্যবহৃত হয়, কিন্তু বস এটা একবিংশ শতাব্দী। এখন পুরুষ-মহিলার মধ্যে কোনওতফাৎ নেই। এমনকি, কিছুকিছু ক্ষেত্রে তো মহিলারা পুরুষদের তুলনায় অনেকটাই এগিয়ে। কিন্তু এই সফল ও সেলফ-মেড মহিলাদের সাফল্যের রহস্যটা কী বলুন তো? আমরা জানি। তাঁরা জানেনকিভাবে টাকা-পয়সাসঠিকভাবে ম্যানেজ করতেহয়। অর্থাৎ এক কথায়বলতে গেলে ‘মানিম্যানেজমেন্ট’ (smart tips for money management)। আপনি টাকা-পয়সা কিভাবে রাখছেন, কোথায় কিভাবে খরচ করছেন বা কোথায়কোথায় বিনিয়োগ করলেকী কী সুবিধে পেতে পারেন – এগুলোকেই বলা হয় মানিম্যানেজমেন্ট। শুধু টাকাউপার্জন করলেই তো হয় না, তাকেকিভাবে দ্বিগুণ বা চতুর্গুণ করবেন, সে বিষয়েও সম্যক ধারণাথাকা উচিত। আচ্ছা, টাকামালটিপ্লাই করা ছেড়েদিন, অন্তত কিভাবে আপনার কষ্টের উপার্জন সামলে রাখবেন, সে বিষয়ে তো অবশ্যই ধারণা থাকা উচিত। আমরাআজ এমনই কিছুটিপস (smart tips for money management) আপনাকে দেব
ভেবে-চিন্তে খরচ করুন
আমাদের মধ্যেএমন অনেকেই আছেনযারা যা ইচ্ছেযখন ইচ্ছে খরচ করেন। কিছু পছন্দহলেই কিনে ফেলেন। যেন মাসের শুরুতে মাইনেঢুকলেই খরচ না করা পর্যন্ত শান্তি নেই! কোনও ড্রেসহোক বা মেকআপঅথবা অন্য কিছু, যা এই মুহূর্তে না কিনলেও বিশেষসমস্যা নেই, সেসবকেনা থেকে বিরতথাকুন। এতে দুটোসুবিধে – এক, আপনার আলমারিতে জায়গা বাঁচবে, আর দুই, আপনারটাকা-পয়সাও কিছুটা হলেও বাঁচবে।
আগে থেকেই একটাবাজেট তৈরি করুন
মাসের শুরুতেই একটাবাজেট তৈরি করে ফেলুন তো (smart tips for money management)! একদিন সময় নিয়েখাতা-কলম নিয়েবসুন আর লিখেফেলুন কোন কোন খাতে কী কী খরচ হতে পারেআপনার সারা মাসে। ধরুন, গ্যাসের জন্য আপনারমাসে একটা নির্দিষ্ট টাকা খরচ হয়, আবার মাস-কাবারিতে একটা নির্দিষ্ট টাকা লাগে। এরকম প্রতিটি ছোট ছোট বিষয়লিখে ফেলুন। চেষ্টা করুনযে খাতে যত খরচ লিখেছেন, তার মধ্যেই চলতে। এতে মাসেরশেষে বেশ কিছুটাকা বাঁচবে যা আপনি জমাতে পারেন।
টাকা জমান
আচ্ছা, টাকা জমানোঠিক আপনার ধাঁতেনেই? মানে যতই চেষ্টা করুন না কেন, মাসের শেষেসেই ফক্কা পকেট! তাহলে আপনাকে আর একটু স্ট্রিক্ট হতে হবে। যখন বাজেটতৈরি করবেন, তখনইঠিক করে ফেলুনযে এই মাসেআপনার কত টাকাজমতে পারে। আগেই সেই টাকাটা আলাদা করে সরিয়ে রাখুন। এভাবে কিছুটা হলেও আপনি মানিম্যানেজমেন্ট (smart tips for money management) করতে পারবেন। আপনি চাইলেকিছু ইনভেস্টমেন্টও করতে পারেনএবং তা আপনারব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে নিন যাতে নির্দিষ্ট সময়ে প্রিমিয়ামের টাকা জমা হয়ে যায়
إرسال تعليق