বডি লোশন নিয়ে কিছু সাধারণ প্রশ্নোত্তর :
১| বডি লোশন কি মুখেও লাগানো যায়?
উত্তর: জানি, এটা করা গেলে অনেকেরই খুব সুবিধে হয়, কিন্তু তা হলে দুঃখের সঙ্গে জানাতে বাধ্যহচ্ছি যে, বডি লোশন কোনওমতেই মুখে লাগানো যাবে না। আমাদের শরীরের অন্যান্য অংশের তুলনায় মুখের ত্বকঅনেক বেশি সেনসিটিভ ও পাতলা। বডি লোশনসাধারণতই অনেক বেশিঘন হয়। তাই মুখেরপাতলা ত্বকের জন্যতা একেবারেই উপযুক্ত নয়।
২| দিনের কোন সময় বডি লোশন লাগাতে উচিত?
উত্তর: স্নানের পরে শরীরযখন একটু ভেজা-ভেজা থাকবে, তখন বডি লোশন লাগানো উচিত। এতে ত্বকের উপরে জমে থাকাময়শ্চার ভিতরেই থেকেযাবে, ফলে ত্বকওভিতর থেকে আর্দ্র থাকবে সারা দিন। তবে শীতকালে স্নানের পরে ছাড়াও, রাতে শোওয়ার আগে একবার বডি লোশন লাগাতে পারেন।
৩| বডি বাটার এবং বডি লোশনের মধ্যেতফাত কী?
উত্তর: বডি বাটার সাধারণত বেশি ঘনত্বের স্বাভাবিক তেল এবং ফ্রুটবাটার দিয়ে তৈরিকরা হয়। বডি লোশনএবং বডি বাটারের মধ্যে ঘনত্বের খুব একটা ফারাক না থাকলেও, ফর্মুলাতে ফারাক তো আছেই। যাঁদের ত্বকখুব বেশি শুষ্ক, স্নানের পরে বডি লোশন লাগালেও, ঘণ্টাকয়েকের মধ্যেই তা আবারপুরনো খসখসে, রুক্ষতায় ফিরে আসে, তাঁরাশীতকালে বডি বাটারলাগাতে পারেন।
৪| বডি লোশন লাগানোর সেরা পদ্ধতি কোনটি?
উত্তর: স্নানের পরে নরম তোয়ালে দিয়ে হালকাকরে সারা শরীরমুছে নিন। তারপর হাতেরতালুতে যথেষ্ট পরিমাণে বডি লোশন নিয়েতা সারা শরীরেহালকা হাতে মালিশকরে দিন। বেশি শুষ্কঅংশগুলি, যেমন, কনুই, হাঁটু কিংবা পায়েরগোড়ালিতে একটু বেশিপরিমাণে লোশন নিয়েমালিশ করুন।

إرسال تعليق