নিউটনের মহাকর্ষ সূত্রটি হলো:
"এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণ ফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক এবং এই বল বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।"
ব্যাখ্যা:
মনে করি, m1 এবং m2 ভরের ২টি বস্তু পরস্পর r দুরত্বে অবস্থান করছে। নিউটনের সূত্র অনুযায়ী ২টি বস্তুই পরস্পরকে আকর্ষণ করছে। নিউটনের সূত্র অনুযায়ী,
F∝m1m2/r2
or,F=Gm1m2/r2,
এখানে G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহকর্ষীয় ধ্রুবককে বিশ্বজনীন ধ্রুবকও বলা হয়ে থাকে। কারণ এই মহাবিশ্বের যেকোন স্থানে এর মান নির্দিষ্ট থাকে এবং স্থান ও সময়ের পরিবর্তনে এর মানের কোন পরিবর্তন ঘটে না। এর মান হচ্ছে, G≈6.673×10−11Nm2kg−2

إرسال تعليق