মুক্তিবেগ:
সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটি আর পৃথিবীতে ফিরে আসেনা তাকে মুক্তিবেগ বলে।
আমরা জানি কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে সেটি অভিকর্ষ বলের কারনে পৃথিবীতে ফিরে আসে। এখন কোনো বস্তুকে পৃথিবীর বাইরে পাঠাতে চাইলে এই অভিকর্ষ বলের চেয়ে বেশি বল প্রয়োগ করতে হবে।
অর্থাৎ বস্তুটিকে মুক্তিবেগ প্রয়োগ করতে হবে। এখন মুক্তিবেগ (escape velocity), V=squr root(2gR)
এখানে R= পৃথিবীর ব্যসার্ধ (6400000 মি.) g= অভিকর্ষজ ত্বরণ (9.8মি/সে)।
সুতরাং V=11.2 কি.মি./সে.
অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবীর বাইরে পাঠাতে হলে ঐ বস্তুকে প্রতি সেকেন্ড প্রায় 11 কি.মি. বেগ দিতে হবে। অন্যথায় কোনো বস্তুকে পৃথিবীর বাইরে পাঠানো সম্ভব না। যেমন রকেট পৃথিবীর বাইরে অন্য গ্রহে যায় তাই রকেট কে 11 কি.মি. বেগ প্রয়োগ করতে হবে তা না হলে রকেট অন্য গ্রহে যাওয়া সম্ভব না।
إرسال تعليق