কাবাডি


























কাবাডি

কাবাডিউপমহাদেশের অন্যতম জনপ্রিয় খেলাবর্তমানে কাবাডিআন্তর্জাতিক ভাবেও বেশ 

জনপ্রিয়তা অর্জনকরেছেএই খেলাসাধারণত কিশোরথেকে শুরুকরে প্রাপ্তবয়স্কসব ধরনের ছেলেরা খেলেথাকেসাধারণত বিশেষউৎসব বা পালাপার্বণে বেশআড়ম্বরপূর্ণ ভাবে কাবাডি 

খেলার আয়োজনকরা হয়কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবাংলাদেশে কাবাডি ফেডারেশন গঠিত হয়েছে পূর্বে কেবল মাত্র গ্রামেএই কাবাডিখেলার প্রচলনদেখা গেলেওবর্তমানে সবজায়গায় কাবাডিখেলা প্রচলিত

হয়েছে

১৯৭৮সালে ভারতবাংলাদেশনেপালশ্রীলংকা  বার্মারপ্রতিনিধিদের উপস্থিতিতে এশিয়ান কাবাডি

ফেডারেশনগঠিত হয়১৯৮০ সালের ফেব্রুয়ারিমাসে কলকাতায়প্রথম এশিয়ান কাবাডি প্রতিযোগিতাঅনুষ্ঠিত হয় এভাবে আস্তে আস্তে কাবাডি খেলা জনপ্রিয়হয়ে উঠে

আন্তর্জাতিক প্রতিযোগিতা

কাবাডি বিশ্বকাপ

আদর্শপদ্ধতির কাবাডিবিশ্বকাপটি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (আইকেএফদ্বারা 

পরিচালিতএকটি বহিরঙ্গনআন্তর্জাতিক কাবাডিপ্রতিযোগিতাযাতে জাতীয়পুরুষ এবংমহিলা

দলগুলিরপ্রতিদন্দ্বীতা করে প্রতিযোগিতাটি এরআগে ২০০৪২০০৭ এবং২০১৬ সালেঅনুষ্ঠিত

হয়েছিল সমস্ত টুর্নামেন্ট ভারত জিতেছে ২০১৬ সালের শিরোপা জয়েরজন্য চ্যাম্পিয়নশিপ

খেলার ফাইনালেভারত ইরানকে৩৮-২৯পয়েন্ট ব্যবধানেহারিয়েছিল

ওয়ার্ল্ডকাবাডি ফেডারেশননামে একটিনতুন কাবাডিসংস্থা প্রতিষ্ঠারপরে২০১৯সালে 

মালয়েশিয়ারমালাক্কায় বিশ্বকাপের আয়োজন করা হয় এটি কাবাডি ইতিহাসের বৃহত্তমবিশ্বকাপ,যেখানে

 ৩২ টি পুরুষদল অংশগ্রহণকরে এবংপাকিস্তান বিজয়ী দল হিসেবে ঘোষিতহয়

এশিয়ান গেমস

১৯৯০সাল থেকেএশিয়ান গেমসেকাবাডি খেলাঅন্তর্ভুক্ত করা হয়েছে ১৯৯০ সাল থেকে

২০১৪সাল পর্যন্তভারতীয় জাতীয়দল এশিয়ানগেমসে প্রতিটিপুরুষ এবংমহিলাদের কাবাডি

প্রতিযোগিতা জিতেছিল২০১৮ এশিয়ানগেমসেইরানভারতের বাইরেপ্রথম দেশহিসেবে 

কাবাডিতেস্বর্ণ পদক জিতে ছিলভারতপুরুষ দলব্রোঞ্জ পদক জিতে ছিলএবং ভারতের 

মহিলাদল রৌপ্যজয় করেছিল

 

 

জনপ্রিয়তা

কাবাডি উপমহাদেশের একটি জনপ্রিয় খেলাকাবাডি ফেডারেশনঅফ ইন্ডিয়া(কেএফআই১৯৫০সালে 

প্রতিষ্ঠিত হয়েছিল এবংএটি একটিআদর্শ পদ্ধতিসংকলন করেছিল পাকিস্তানের কাবাডির 

পরিচালনার জন্যকমিটি হলপাকিস্তান কাবাডি ফেডারেশনবাংলাদেশেখেলাটি 

হা-ডু-ডুনামে পরিচিত,যা কাবাডিরসাথে ভিন্নতা রয়েছেযাপ্রাচীন কালেফিরে আসে 

হা-ডু-ডু এরকোনও নির্দিষ্টবিধি নেইএবং বিভিন্নঅঞ্চলে বিভিন্নবিধি দিয়েখেলা হয়

কাবাডি হল বাংলাদেশের জাতীয়খেলা১৯৭২সালে অফিসিয়ালস্ট্যাটাস দেওয়া হয় 

১৯৭৩ সালে বাংলাদেশের অপেশাদারকাবাডি ফেডারেশনগঠিত হয়েছিল

১৯৯৬সালে ইরানেকাবাডির সম্প্রদায়গঠিত হয়েছিলএকই বছরতারা এশিয়ানকাবাডি

ফেডারেশনেযোগদান করেছিলএবং ২০০১সালে তারাআন্তর্জাতিক কাবাডি ফেডারেশনে

যোগদান করেছিল ইরান অপেশাদার কাবাডি ফেডারেশন২০০৪ সালেগঠিত হয়েছিল

কাবাডিনেপালের অন্যতমজাতীয় খেলা তৃতীয় শ্রেণিতে বা বেশিরভাগনেপালি স্কুলেশুরু 

হওয়াবেশিরভাগ প্রাথমিকবিদ্যালয়ে খুব কম বয়সেই কাবাডিখেলানো এবংশেখানো হয়

মজাকরাফিট রাখার জন্যএবং ব্রিটিশএশীয় সম্প্রদায়েরসৈন্যদের নিয়োগেরপ্রলোভন হিসাবে

কাবাডিকে ব্রিটিশসেনাবাহিনীও খেলতকাবাডি ভারতীয়বাংলাদেশী এবং পাকিস্তানি 

অভিবাসীরা যুক্তরাজ্যেনিয়ে এসেছিলেন যুক্তরাজ্যের কাবাডির পরিচালনা কমিটিহল ইংল্যান্ড কাবাডি ফেডারেশনযুক্তরাজ্য




খেলার নিয়মাবলী

মাঠঃকাবাডি খেলারবালকদের মাঠলম্বায় ১২.৫০ মিটারচওড়ায় ১০মিটার হয় এবং 

বালিকাদের কাবাডি খেলারমাঠ লম্বায়১১ মিটারএবং চওড়ায়৮ মিটারহয়খেলার মাঠেরঠিক

মাঝখানেএকটি লাইনটানা থাকেযাকে মধ্যরেখাবা চড়াইলাইন বলে এই মধ্য রেখার দুইদিকে 

দুইঅর্ধে দুটিলাইন টানাহয় যাকেকোল লাইনবলেমৃত বাআউট খেলোয়াড়দেরজন্য মাঠেরদুই

পাশে১ মিটারদূরে দুটিলাইন থাকেযাকে লবিবলা হয়সদস্যঃপ্রতি দলে১২ জনখেলোয়াড় অংশ 

নেয় কিন্তু প্রতি দলের ৭জন খেলোয়াড়একসাথে মাঠেনামেবাকি ৫জন অতিরিক্তখেলোয়াড়

হিসেবে থাকেখেলা চলাকালীন সর্বাধিক তিনজন খেলোয়াড়পরিবর্তন করাযাবে

সময়ঃ৫ মিনিটবিরতি সহদুই অর্ধেপুরুষদের ২৫মিনিট করেএবং মেয়েদের২০ মিনিটকরে খেলা

হবেখেলা শেষেযেই দলবেশি পয়েন্টপাবে সাইদলই জয়ীহবেদুদলের পয়েন্টসমান হলদু অর্ধে আরও৫ মিনিটকরে খেলাহবেএরপরেও যদিপয়েন্ট সমানথাকে তবেযে দলপ্রথম পয়েন্ট

অর্জন করেছিলসে দলইজয়ী হবে

পয়েন্টঃযদি কোনখেলোয়াড় মাঠের বাহিরে চলে যায়তাহলে সেআউট হবে এভাবে একটি দলের সবাইআউট হলেবিপক্ষ দলএকটি লোনা(অতিরিক্ত ২পয়েন্টপাবে মধ্যরেখা থেকে দম নিয়ে

বিপক্ষ দলেরকোন খেলোয়াড়কে(একাধিক হতেপারে)স্পর্শকরে একনিঃশাসে নিরাপদেনিজেদের

কোর্টেফিরে আসতেপারলেযাদেরকে স্পর্শকরবে সেবা তারাকয় জনইআউট হবে এভাবে যত

জন আউট হবেতাদের প্রত্যেকেরজন্য একপয়েন্ট পাওয়া যাবে

সতর্কতাঃএক নিঃশাসেস্পষ্ট ভাবেপুণঃপুণঃ কাবাডিবলে ডাকদেওয়াকে "দম নেওয়াবলে

এই দমমধ্যরেখা থেকেশুরু করতেহবেবিপক্ষ কোর্টেএকসাথে একাধিকআক্রমণকারী যেতে পারবে নাকোন আক্রমণকারীবিপক্ষ দলেরকোর্টে দমহারালে এবংবিপক্ষ দলেরখেলোয়াড় তাকে স্পর্শ

করতে পারলেসে আক্রমণকারীআউট বলেগণ্য হবে 

 


Post a Comment

أحدث أقدم