সরকারি কর্মচারীদের আর্থিকও অন্যান্য সুযোগসুবিধা প্রদানের লক্ষ্যে১৯৫২ সালে স্টাফওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতিষ্ঠাকরা হয় এবং১৯৬৯ সালের ১২ফেব্রুয়ারীতে ঢাকার মতিঝিলসরকারি আবাসিক এলাকায়সর্বপ্রথম মহিলা কারিগরীপ্রশিক্ষণ কেন্দ্র কামকমিউনিটি সেন্টারটি চালুকরা হয়। সরকারিকর্মকর্তা কর্মচারীদের স্ত্রীও কন্যাদেরকে আত্মনির্ভরশীল ওকর্মমুখী শিক্ষায় শিক্ষিতকরে গড়ে তোলাইছিল এর প্রধানউদ্দেশ্য। পরবর্তীতে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ওবরিশালে সরকারি আবাসিকএলাকায় মহিলা কারিগরিপ্রশিক্ষণ কেন্দ্র চালুকরা হয়েছে।
- উক্ত প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে -
- কম্পিউটার অফিস কোর্স
- গ্রাফিকস ডিজাইন
- সেক্রেটারিয়েল সাইন্স
- সেলাই
- ব্লক
- এমব্রয়ডারী
- উলবুনন
- কনফেকশনারি
এসববিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের পর অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বোর্ডের এ প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে মেয়েরা যেমন আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়ে উঠছে তেমনিভাবে মানব সম্পদের উন্নয়নসহ জাতীয় অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখছেন।
কোর্সের নাম | মেয়াদ কাল | কোর্স ফি | কোর্সের সময়কাল |
ব্লকপ্রিন্ট | ৩ (তিন) মাস | ৩০০/- | ১ম ব্যাচঃ জানুয়ারী-মার্চ ২য় ব্যাচঃ এপ্রিল-জুন ৩য় ব্যাচঃ জুলাই-সেপ্টেম্বর ৪র্থ ব্যাচঃঅক্টোবর-ডিসেম্বর |
we¯ÍvwiZ Rvb‡Z wb‡Pi †`Iqv wjsK G wKé Kiæb
Link: https://bit.ly/3ltd4Mc
إرسال تعليق