সৌরজগতে কয়টি গ্রহ আছে?
উত্তর : আটটি।
সূর্যে কী কী গ্যাস
থাকে?
উত্তর : হিলিয়াম ও হাইড্রোজেন।
গ্রহ কার কাছ থেকে
আলো ও তাপ নেয়?
উত্তর : সূর্য থেকে।
শুকতারা বা সন্ধ্যাতারা কোন গ্রহ?
উত্তর : শুক্র গ্রহ।
কত দিন পর পর অমাবস্যা ও পূর্ণিমা হয়?
উত্তর : ২৯ বা ৩০ দিন পর পর।
কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা
যায়?
উত্তর : ৭৫ বছর পর পর।
পৃথিবীর কয় ভাগ পানি
ও কয় ভাগ স্থল?
উত্তর : তিন ভাগ পানি
ও এক ভাগ স্থল।
পৃথিবী ঘুরতে থাকলেও আমরা
ছিটকে পড়ে যাই না কেন?
উত্তর : অভিকর্ষ বলের কারণে।
পৃথিবী নিজ অবস্থানে ঘোরার গতিকে কী বলে?
উত্তর : আহ্নিক গতি।
সবচেয়ে লম্বা দিন ও ছোট রাত কত তারিখে?
Post a Comment