Bats(বাদুড়)-Chiroptera-Common vampire bat



বাদুড় Animalia জগতের Chordata পর্বের Mammalia শ্রেনীর অন্তর্ভুক্তপ্রজাতি সংখ্যা হিসেব করলে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রজাতি এরামূলত এরা নিশাচর প্রাণী


কিছু অনন্য বৈশিষ্ট্যঃ


            বাদুড় একমাত্র স্তন্যপায়ী প্রাণী যে উড়তে পারে


Ø এই পর্যন্ত প্রায় ১১০০ এর  বেশি প্রজাতির বাদুড় পাওয়া গেছে

 

Øকটি মাঝারি সাইজ এর বাদুড় ঘন্টায় যে পরিমাণ পোকা খায় তা একজন মানুষের এক রাতে ২০ টাপিজ্জা খাওয়ার সমান

 

Øব্যাট কনজারভেশান ইন্টারন্যাশনাল এর মতে১৫০ টি বাদুড় বছরে ফসলের জন্য ক্ষতিকর যে পরিমাণ পোকা খেয়ে ফেলে তা কৃষক কে অন্তত  বিলিয়ন ডলার ক্ষতির হাত থেকে রক্ষা করে

 

Ø বাদুড় এর সবচেয়ে বড় কলোনী বলা হয় টেক্সাস এর ব্র্যাকেন গুহা কে(Bracken Cave, Texas)ধারণা করা হয় এই এক গুহাতেই প্রায় ২০ মিলিয়ন বাদুড় আছে

 

Ø দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকানরা বাদুড় কে প্রশিক্ষণ দিয়ে বোমা ফেলার জন্য চেষ্টা করেছিল

 

Øচীন এবং জাপানে বাদুড় আর হ্যাপিনেস একই শব্দ দিয়ে বোঝানো হয় এই দুই দেশে "হ্যাপিনেসএবং "বাদুড়এই দুই শব্দকেই "ফু(fu) " দিয়ে বোঝানো হয়

 

Ø বেশিরভাগ বাদুড় বিশ্রামঘুমমিলিত হওয়া এবং বাচ্চা জন্ম দেয়ার কাজটি করে উল্টা হয়ে

 


Post a Comment

Previous Post Next Post