1. বিশ্বের কোন দেশ প্রথম 3-G প্রযুক্তি চালু করে?
Ø জাপান।
2. বিশ্বের কোন দেশ প্রথম 4-G প্রযুক্তি চালু করে?
Ø দক্ষিণ কোরিয়া;২০০৬
সালে।
3. বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ
দেশ?
Ø চীন।
4. তারবিহীন টেলিফোন ব্যবহারে শীর্ষ দেশ?
Ø চীন।
5. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
Ø ওয়াইম্যাক্স।
6. বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার?
Ø SUMMIT, USA
7. একটি কম্পিউটারের প্রধান অংশ কতটি ?
Ø কম্পিউটারের প্রধান অংশ ৩টি।
8. ABC কি ?
Ø ১ম ইলেকট্রনিক কম্পিউটার ।
9. মাইক্রো প্রসেসর তৈরি
হয় কত সালে
ও তৈরি করেন
কোন কোম্পানি ?
Ø ১৯৭১ সালে, ইন্টেল কোম্পানি ।
10. কম্পিউটারের আবিস্কারক কে ?
Ø হাওয়ার্ড এ্যাইকিন।
11. আধুনিক কম্পিউটারের জনক কে ?
Ø চার্লস ব্যাবেজ ।
12. HAL 9000
কি ?
Ø একটি অত্যাধুনিক কম্পিউটার।
13. কম্পিউটারের স্মৃতির ফিতায়
কি ধরনের চুম্বক ব্যবহৃত হয় ?
Ø স্থায়ী চুম্বক ।
14. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি তৈরি করে ?
Ø ১৯৮১ সালে, এপসন
কোম্পানি।
15. ‘অ্যাপল’ কোম্পানির কম্পিউটারের নাম অ্যাপল করা হয়েছিল কেন ?
Ø অংশীদারদের একজন অ্যাপেল বাগানে কাজ করতো
বলে ।
16. কম্পিউটারের কার্সর কি ?
Ø কাসর হলো একটি
ছোট আলোকরেখা ।
17. কম্পিউটারের হার্ডসিক্সের চেযে ছোট ডিস্ককে কি বলে ?
Ø ফ্লপি ডিস্ক।
18. ROM এর পূণ রূপ কি ?
Ø Read Only Memory
19. কম্পিউটারের কোন মেমারি মুছে যায় না ?
Ø কম্পিউটারের প্রধান মেমোরির একটি অংশ রয়েছে, যাকে বলা হয় ROM বা Read Only Memory এটি কম্পিউটারের স্থায়ী স্মৃতি যা কখনো মুছে যায় না।
20. হার্ডওয়্যার বলতে কি বুঝ ?
Ø কম্পিউটারের বাহিক্য অবকাঠামো বা বাহিক্য আকৃতি
সম্পন্ন সকল যন্ত্র, যন্ত্রাংশ, ডিভাইস সমূহকে একত্রে হার্ডওয়্যার বলে ।
21. সফটওয়্যার কি ?
Ø সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম যা কম্পিউটারের হার্যওয়্যার ব্যবহারকারীর মধ্যে
সর্ম্পক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে।
22. বাইট কি ?
Ø কতগুলো বিট একত্রে যখন কোন অংক,
বণ বা বিশেষ
চিহ্নকে প্রকাশ করে তখন তাকে বাইট
বলে। কম্পিউটারের মেমোরিও বাইট
দিয়ে পরিমাপ করা হয় ।
23. বিট ও বাইটের মধ্যে সম্পর্ক কি ?
Ø ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলে। অর্থাৎ ১ বাইট = ৮ বিট।
24. ১ কিলোবাইট সমান কত বাইট ?
Ø ১০২৪ বাইট ।
25. ১ মেগাবাইট= কত বাইট ?
Ø ১০২৪ কিলোবাইট ।
26. ১ গিগাবাইট= কত বাইট ?
Ø ১০২৪ মেগাবাইট ।
27. ডাটা কি ?
Ø সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত বিশৃঙ্খল ফ্যাকট কে ডাটা
বলে ।
28. ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক কি ?
Ø ডাটা
29. ডাটা প্রসেসিং কি ?
Ø ডাটাকে ব্যবহারযোগ্য ইনফরমেশন বা তথ্যে পরিণত করা ।
30. মাল্টিমিডিয়া কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
Ø বিনোদন, শিক্ষা, ইন্টারনেট, প্রকাশন, মেডিক্যাল, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি ক্ষেত্রে ।
31. বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?
Ø লেডি অ্যাডা অগাস্টা
32. কখন সবপ্রথম মিনি
কম্পিউটার তৈরি হয় ?
Ø ১৯৬৪ সালে
33. বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি ?
Ø পিডিপি-১
34. কম্পিউটার চালু করলে
কোন অংশ প্রথম
কার্যকর হয় ?
Ø কম্পিউটারের রেজিস্টার অংশ প্রথম কার্যকর হয়
35. নোভা-৩ কোন ধরনের কম্পিউটার ?
Ø এক ধরনের মিনি
কম্পিউটার।
36. কম্পিউটারের DPT এর পূর্ণ অভিব্যক্তি কি ?
Ø Dual Port Transreceiver (DPT)
37. বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম?
Ø IBM Simon (তৈরি ১৯৯৩ সালে)
38.ক্যাসপারস্কি (Kaspersky) কি?
Ø কম্পিউটারে ব্যবহূত অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার।
বিশ্বের,প্রযুক্তি,প্রথম, দক্ষিণ কোরিয়া,বর্তমানে,ইন্টারনেট,শীর্ষ,তারবিহীন , চীন,দ্রুতগতি,উপযোগী,ওয়াইম্যাক্স,সুপার,কম্পিউটার, SUMMIT, USA,প্রধান,অংশ,কতটি,ABC,ইলেকট্রনিক,মাইক্রো প্রসেসর,কোম্পানি, হাওয়ার্ড এ্যাইকিন,আধুনিক কম্পিউটার, চার্লস ব্যাবেজ,স্মৃতির,ফিতায়,ধরনের,চুম্বক,ব্যবহৃত, স্থায়ী,চুম্বক,ল্যাপটপ,অ্যাপল,কার্সর,আলোকরেখা,হার্ডসিক্সের,ডিস্ককে, ফ্লপি ডিস্ক,ROM,রূপ,কি, Read only mamory,সম্পন্ন,যন্ত্র,যন্ত্রাংশ,হার্ডওয়্যার, সফটওয়্যার,প্রোগ্রাম,কার্যক্ষম,বাইট,চিহ্নকে,মেমোরি,পরিমাপ, ১০২৪ বাইট,মেগাবাইট,গিগাবাইট,প্রসেসিং, বিশৃঙ্খল,ফ্যাকটইনফরমেশন,তথ্যের,ক্ষুদ্রতম, ডাটা,মাল্টিমিডিয়া, বিনোদন, শিক্ষা, ইন্টারনেট, প্রকাশন, মেডিক্যাল,ভার্চুয়াল,লেডি অ্যাডা অগাস্টা, পিডিপি-১,নোভা-৩DP,Kaspersky,অ্যান্টিভাইরাস,সফ্টওয়্যার,
إرسال تعليق