১. শব্দ ও ধাতুর
মূলকে বলে → প্রকৃতি
২. মশারি → মশা + অরি
৩. শুক্রবার স্কুল বন্ধ
→ কর্মে শূন্য
৪. এমন ছেলে আর দেখিনি → কর্মে শূন্য
৫. ঘোড়া গাড়ি টানে
→ কর্মকারক
৬. নেহাল অংকে কাঁচা
→ কর্মে ৭মী
৭. গুনহীনে ত্যাগ কর →
কর্মে ৭মী
৮. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে → কর্ম
কারক
৯. আমার গানের মালা
আমি করব কারে
দান → কর্মে প্রথমা
১০. ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ
গঠিত হয় তাকে
বলা হয় → কৃদন্ত শব্দ
১১. মাধ্যমিক → মাধ্যম + ষ্ণিক
১২. প্রান্তিক বিরাম চিহ্ন
→ দাঁড়ি , প্রশ্ন চিহ্ন , বিস্ময় চিহ্ন।
১৩. কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন
বলে → হাইফেন।
১৪. উদ্বৃতি চিহ্ন বসে → সংলাপে
১৫. উপসর্গের কাজ → নতুন
শব্দ গঠন করা
১৬. শব্দের আগে বসে
→ উপসর্গ
১৭. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য → উপসর্গ থাকে সামনে
প্রত্যয় থাকে পেছনে
১৮. প্র, পরা, অপ →
সংস্কৃত উপসর্গ
১৯. বিজ্ঞান শব্দে 'বি' উপসর্গটি → বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে
২০. অপমান শব্দে 'অপ' উপসর্গটি → বিপরীত অর্থে ব্যবহৃত।
২১. কোন শব্দে ধাতুর
সঙ্গে প্রত্যয় যুক্ত
হয়েছে → পাঠক
২২. দোলনা → দুল + না
২৩. '' যা কিছু হারায়
গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর " -- হারায় → প্রযোজ্য ধাতু
২৪. '' নায়ক '' → নৈ + অক
২৫.' কমা ' অপেক্ষা বেশি বিরতির জন্য প্রয়োজন → সেমিকোলন
২৬. কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে
→ কমা
২৭. উদ্ধৃতি চিহ্ন কত প্রকার → দুই প্রকার
২৮. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় →
বিলুপ্ত বর্ণের জন্য
২৯. পড়াশোনায় মন দাও
→ কর্মকারকে ৭মী
৩০. ডাক্তার ডাক → কর্মকারকে শূন্য
৩১. কমা বসে → সম্বোধন পদের পর
৩২. বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে থামতে হয় →
এক সেকেন্ড
৩৩. বিরাম চিহ্ন ব্যবহৃত হয় → বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য
৩৪.দুটি পদের সংযোগস্থলে বসে → হাইফেন
৩৫. বাক্যে পরিসমাপ্তি বোঝাতে চিহ্ন বসে → দাঁড়ি/
পূর্ণচ্ছেদ
৩৬. হৃদয়াবেগ প্রকাশ করতে
চিহ্ন বসে → বিস্ময়
৩৭.' মানব' শব্দে প্রকৃতি ও প্রত্যয় → মনু
+ ষ্ণ
৩৮. 'মহিমা' শব্দে প্রকৃতি ও প্রত্যয় → মহৎ + ইমন
৩৯. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম → বিভক্তি
৪০. আমাদের একটি গল্প
বলুন → কর্মে ষষ্ঠী
৪১. আমি বই পড়ি
→ কর্মে প্রথমা
৪২. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন
→ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪৩. তারিখ লিখতে যতি চিহ্ন ব্যবহার হয় →
কমা
৪৪. বাংলা ভাষায় যতি / ছেদ চিহ্ন → ১২ টি
৪৫. বাক্যে দাঁড়ি থাকলে
থামতে হয় → এক (১) সেকেন্ড বিরতির প্রয়োজন
৪৬. মেছো → মাছ + উয়া >ও
৪৭. লেখার সময় বিশ্রামের জন্য চিহ্ন ব্যবহার করি → বিরাম চিহ্ন
৪৮. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে
মাঝখানে চিহ্ন বসে
→ সেমিকোলন
৪৯. বাংলা গদ্যে বিরাম
চিহ্নের সুষ্ঠ ব্যবহার করেন → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫০. বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ → ২০ টি
৫১. প্রত্যয় কত প্রকার → ২ প্রকার
৫২. প্রকৃত ও প্রত্যয় ব্যাকরণের কোন অংশের
আলোচ্য বিষয় → রূপতত্ত্ব
৫৩. '' দ্রাঘিমা '' → দীর্ঘ + ইমন
৫৪. ক্রিয়াপদের মূল অংশকে
বলে → ধাতু
৫৫. আমি বাংলাদেশে বাস করি → কর্তৃকারকে শূন্য
৫৬. রহিম ধোপাকে কাপড়
ধুতে দিল → কর্মকারকে দ্বিতীয়া
৫৭. জিজ্ঞাসিব জনে জনে → কর্মে ৭মী
৫৮. বুলবুলিতে ধান খেয়েছে → কর্তায় ৭মী
৫৯. আমাকে যেতে হবে
→ কর্তায় ২য়া
৬০. ভাইয়ে ভাইয়ে বেশ মিল → কর্তায় ৭মী
৬১. বাঘে - মহিষে এক ঘাটে জল খায়
→ ব্যতিহার কর্তা
৬২. শ্রদ্ধাবান লভে জ্ঞান
অন্যে কভু নয় →
কর্তায় শূন্য
৬৩. সম্বোধন পদে যতি চিহ্ন বসে → কমা
৬৪. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত
হয় → নাম প্রকৃতি
৬৫. মেধাবী → মেধা + বীন
৬৬. সংস্কৃত তদ্ধিত প্রত্যয় → মানব
৬৭. নয়ন → নী + অন ( প্রত্যয়)
৬৮. মিশ্ + উক → কৃৎ প্রত্যয়
৬৯. নাবালক শব্দে' না '
উপসর্গটি → ফারসি
৭০. লাপাত্তা শব্দের ' লা' উপসর্গটি → আরবি ভাষা থেকে
৭১. অজানা , বিপথ → খাঁটি বাংলা উপসর্গ
৭২. খাঁটি বাংলা উপসর্গ → অজ
৭৩. নিমরাজি , বে- সামাল , হরেক → বিদেশী উপসর্গ
৭৪. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়
→ অvই
৭৫. বিভক্তিহীন নাম পদকে
বলা হয় → প্রাতিপদিক
৭৬. কারকের সম্বন্ধ কোন পদের সাথে → ক্রিয়া
৭৭. বাড়ি বা রাস্তার নম্বরের পরে চিহ্ন
বসে → কমা
৭৮. বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় → প্রাতিপদিক
৭৯. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত
করার উদ্দেশ্য → নতুন শব্দ গঠন
৮০. ধাতুর সঙ্গে যুক্ত
প্রত্যয়কে বলে → কৃৎ প্রত্যয়
৮১. ধাতুর শেষে 'অন্ত
'প্রত্যয় যোগ করলে
কোন পদ গঠিত
হয় → বিশেষণ
৮২. বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু → কর্ম
৮৩. সর্বাঙ্গে ব্যথা , ঔষধ দিব কোথায় → কর্ম
কারকে শূন্য
৮৪. অারেফ বই পড়ে
→ কর্মকারকে শূন্য
৮৫. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে
→ কর্মে সপ্তমী
৮৬. ছাত্ররা বল খেলে → কর্মে শূন্য
৮৭. সত্য বই মিথ্যে বলবো না। এখানে বই →
অনুসর্গ
৮৮. বদমেজাজী শব্দের' বদ' উপসর্গটি → ফারসি
৮৯.'' দশে মিলে করি কাজ' → কর্তৃকারক
৯০.'' জল পড়ে পাতা
নড়ে'' → কর্তায় প্রথমা
৯১. উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে চিহ্ন
বসে → কোলন ড্যাস
৯২. বাক্যে সেমিকোলন থাকলে থামতে হয় → ১ বলার দ্বিগুন সময়
৯৩. বাংলা ভাষায় তৎসম উপসর্গ → ২০ টি
৯৪. অচিন শব্দের 'অ' উপসর্গটি → নঞর্থক অর্থে ব্যবহৃত
৯৫. খাঁটি বাংলা উপসর্গ → ২১ টি
إرسال تعليق