ইগো বা অহংবোধ এবং আত্মসম্মানের মাঝে পার্থক্য হচ্ছে,
যাঁর ইগো আছে, তিনি অন্যের সম্মানকে আহত করতে, বিন্দুমাত্র ভাববেন না।
যাঁর আত্মসম্মান বোধ আছে, তিনি অন্যকে যোগ্য সম্মান দিতে কার্পণ্য বোধ করবেন না, অন্যকে সম্মান জানিয়ে, তিনি, নিজেই সম্মানিত হন।
ইগো যাঁর বেশী, তিনি ইগোর কারণে, অন্যের সম্মান রক্ষার গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হন এবং এর দ্বারা, পরোক্ষে, নিজের আত্মসম্মানটিকেও জলাঞ্জলি দিতে দ্বিধা বোধ করেন না।
ফলে, ইগো বা অহংবোধ এবং আত্মসম্মান, এ দুটোর সহাবস্থান, পারস্পরিক বৈপরীত্যের কারণে, সাংঘর্ষিক হয়ে উঠার সম্ভাবনা, প্রবল।
Post a Comment