সাধারণ ত্বকের জন্য সেরা ১০টি বডি লোশন (Top 10 Winter Body Lotions For Normal Skin)
সাধারণ ত্বক যাঁদের, মানে, যাঁদের ত্বক খুব বেশি শুষ্কও নয় আবার খুব তেলতেলেও নয়, শীতকালটা তাঁদের জন্য অপেক্ষাকৃত সোজা। তবে তাঁদেরও ত্বকের বাড়তি যত্ন নিতে হবে বই কী। কিন্তু এঁদেরবডি লোশন হবে একেবারেই আলাদা। স্নানের পর শরীর যখন ভেজা-ভেজা থাকবে, তখন একবার বডি লোশনলাগিয়ে নিলেই আপনাদের মোটামুটি নিশ্চিন্তি। এখানে রইল আপনাদের জন্য সেরা১০টি বডি লোশনের তালিকা (Best Body Lotions For Winter)।
১| নিভিয়া বডি লোশন, এক্সপ্রেস হাইড্রেশন (Nivea Body Lotion, Express Hydration)
এই তালিকায় প্রথমেই আসবেনিভিয়ার এই বডি লোশনটির নাম। এই লোশনটি সুপার অ্যাবজরব্যান্ট বলে দাবিকরা হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। মানে, ত্বকেচট করে মিশেযাবে। নানা ধরনেরসামুদ্রিক মিনারেলস এবং হাইড্রা আইকিউ উপাদানে ঠাসা এই বডি লোশনটি ত্বকের উপরেরস্তরের আর্দ্রতা হারাতে দেয় না, ফলে ত্বক থাকে সজীবও তুলতুলে, সারাদিন।
২| মামাআর্থ হাইড্রেটিং ন্যাচারাল বডি লোশন উইথ কিউকাম্বার অ্যান্ড অ্যালোভেরা (Mamaearth Hydrating Natural Body Lotion with Cucumber & Aloevera)
শসা, অ্যালোভেরা এবং নারকেল তেলের পুষ্টিগুণে সমৃদ্ধ এই বডি লোশনটি ২৪ ঘণ্টা ত্বককে রাখবে আর্দ্র। অ্যালোভেরা ত্বককে কোমল ও টানটান করে দেয়। শসা শরীরের ভিতরে প্রদাহের মাত্রা কমিয়ে ত্বককে আরও পেলব করে। এটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং টক্সিন ফ্রি। ফলে সালফেট, প্যারাবেন জাতীয় কোনও ক্ষতিকর কেমিক্যাল একেবারেই নেই।
৩| কেটাফিল ময়শ্চারাইজিং লোশন (Cetaphil Moisturizing Lotion)
সারা বিশ্বের ত্বক বিশেষজ্ঞদের পছন্দ হল এই ব্র্যান্ডটি। এটি পরীক্ষাগারে পরীক্ষিত, কোনওরকম সুগন্ধি ফ্রি এবং হাইপোঅ্যালার্জিক। মানে, এটি নিয়মিত ব্যবহার করলেত্বকে কোনওরকম জ্বালা বা অ্যালার্জির আশঙ্কা থাকবে না বললেইচলে। শুধু স্নানের পরেই নয়, এই বডি লোশনটি সারাদিনের যে-কোনওসময় লাগালেই একই রকমের সুফল পাবেন।
৪| ডাভ গ্লোয়িং রিচুয়াল বডি লোশন (Dove Glowing Ritual Body Lotion)
যদি অনেকক্ষণ ধরে নরম, তুলতুলে এবং উজ্জ্বল ত্বক পেতে চান, তা হলে আপনাকে ব্যবহার করতে হবে ডাভ-এর এই বডি লোশনটি। পদ্মফুল এবং রাইস মিল্কের জরা হটকে কম্বিনেশন আপনার ত্বকের হারানো জৌলুসফিরিয়ে দিতে সক্ষমহবে, এমনটাই দাবিনির্মাতাদের।
৫| দ্য ফেস শপ চিয়া সিড হাইড্রো লোশন (The Face Shop Chia Seed Hydro Lotion)
এই দক্ষিণ কোরিয়ান স্কিনকেয়ার ব্র্যান্ডটি ধীরে-ধীরেজায়গা করে নিয়েছে আমাদের রূপ রুটিনেও। কোনওরকম ক্ষতিকারক কেমিক্যাল এতে নেই। ফলে এটি ত্বকের কোনওরকম ক্ষতি করে না(Best Body Lotions For Winter)। উপরন্তু, এটি হল হাইড্রেটিং লোশন, ফলে ত্বকে ময়শ্চার ধরে রাখতে এটিরজুড়ি মেলা ভার। এর চিয়া সিড এক্সট্র্যাক্টস ত্বককে উপর থেকে সারিয়ে তোলে, কোনওরকম চিপচিপে ভাব ছাড়াই।
৬| কায়া ক্লিনিক ইনটেন্স হাইড্রেশন বডি লোশন(Kaya Clinic Intense Hydration Body Lotion)
স্নান করে একবার ভেজাশরীরের কায়ার এই বডি লোশনটি লাগিয়ে ফেলুন, ব্যস, তারপরঅন্তত ২৪ ঘণ্টানিশ্চিন্ত। এর ইনটেন্স ফর্মুলা ত্বকের ভিতরের জলীয় বাষ্পকে উপরেরস্তর থেকে আর বেরোতেই দেয় না। ফলে ত্বক থাকে নরম ও কোমল। আর এর মিষ্টি সুগন্ধও সারাদিন আপনার সঙ্গে-সঙ্গেই থাকবে।
৭| বডি কিউপিড অ্যালো ভেরা অ্যান্ড গ্রিনটি ডেলি বডি লোশন (Body Cupid Aloe Vera and Green Tea Daily Body Lotion)
ডেলি বডি লোশন নামটিশুনেই বুঝতে পারছেন, এটি স্বভাবতই হালকা হবে এবং চট করে ত্বকে মিশেযাবে। শিয়া বাটার, অ্যালো ভেরা, গ্রিনটি ও প্রিমিয়াম বোট্যানিক্যাল অয়েলে ঠাসাএই বডি লোশনটি ত্বকের ইলাস্টিসিটি ফিরিয়ে এনে ত্বককে তারুণ্যে ভরপুর করে তোলে। সেই সঙ্গে ত্বককে পুষ্টি জোগায় ও জৌলুসবাড়ায়। এতে কোনওরকম ক্ষতিকর মিনারেল অয়েল, প্যারাবেন কিংবা সালফেট নেই বলে এটি নিরাপদও বটে।
৮| দ্য বডি শপ ইন্ডিয়ান নাইট জেসমিন বডি লোশন (The Body Shop Indian Night Jasmine Body Lotion)
একশো শতাংশ প্রাকৃতিক প্রোডাক্ট তৈরিকরার জন্য দ্য বডি শপের সুনামআছে। তাদের এই বডি লোশনটিও সেই সুনাম বহন করছে। এটি একেবারেই হালকা, ফলে চট করে ত্বকেমিশে গিয়ে তাকেভিতর থেকে আর্দ্র করে তোলে এবং ভারতীয় জুঁই ফুলেরসুগন্ধ আপনাকে মাতিয়ে রাখবে দিনভর।
৯| দ্য এনকিউ ম্যাজিক্যাল মোরিঙ্গা হাইড্রেটিং বডি লোশন (The EnQ Magical Moringa Hydrating Body Lotion)
রোমান, গ্রিক এবং ইজিপ্সিয়ানদের বিউটিসিক্রেট এবার আপনারহাতের মুঠোয়। মোরিঙ্গার নির্যাস ত্বককে আর্দ্র রাখার জন্যসেরা বলে মনে করা হয়। আর সেই নির্যাসই আছে এই বডি লোশনে। সারা দিন ত্বককে স্বাভাবিক ভাবে নরম ও আর্দ্র রাখে এই লোশনটি। স্নানের পর সারা শরীর তোয়ালে দিয়ে অল্প চেপেমুছে নিয়ে এই বডি লোশনটি লাগিয়ে নিন, তা হলেইযথেষ্ট।
১০| গাইয়া স্কিন ন্যাচারালস স্কিন অ্যান্ড বডি অরগ্যানিক ময়শ্চারাইজার (Gaia Skin Naturals Skin and Body Organic Moisturizer)
ল্যাভেন্ডার আর ফ্র্যাঙ্কিনসেন্সের গুণে সমৃদ্ধ এই ডাবল বডি ময়শ্চারাইজারটি ত্বকে ভিতরথেকে পুষ্টি জোগায়। তা ছাড়াও এতে আছে ক্যামোমাইল, জিনসেং এবং ক্যালেন্ডুলা এক্সট্র্যাক্টস। ফলে শীতকালে মোলায়েমভাবে ত্বকের যত্ননিতে এর জুড়িমেলা ভার। এটি আবারভিটামিন ই-এর গুণেও ভরপুর, ফলে এর নিয়মিত ব্যবহার ত্বকের বয়সও বাড়তে দেয় না।

إرسال تعليق