শুষ্ক ত্বকের জন্য সেরা ১০টি বডি লোশন, (Top 10 Winter Body Lotions For Dry Skin)


শুষ্ক ত্বকের জন্য সেরা ১০টি বডি লোশন (Top 10 Winter Body Lotions For Dry Skin)

বার আসা যাক, প্রোডাক্ট গাইডের প্রসঙ্গে শুরু করছিশুষ্ক ত্বকের কথা দিয়ে যাঁদের ত্বকশুষ্ক, শীতকালে তাঁদের বাড়তি যত্নের প্রয়োজন হবেই আর এই কাজে অনেকটা সাহায্য করতে পারে সঠিকবডি লোশন স্নানের পরে এবং রাতে শুতেযাওয়ার আগে দু'বার অন্তত সারাশরীরে বডি লোশনলাগিয়ে মালিশ করুন তাতেত্বকের স্বাভাবিক আর্দ্রতা অনেকটাই ফিরে আসবে এখানে রইল শুষ্ক ত্বকের অধিকারীদের (Winter Body Lotions For Dry Skin) জন্য সেরা১০টি বডি লোশনের সন্ধান

 

| নিভিয়া নারিশিং লোশনবডি মিল্ক উইথ ডিপ ময়শ্চারাইজার সিরাম অ্যান্ড আমন্ড অয়েল(Nivea Nourishing Lotion Body Milk with Deep Moisture Serum and Almond Oil)

 

যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁদের জন্য বাজেটের মধ্যে একেবারে আদর্শএই বডি লোশনটি একবার লাগালে ৪৮ ঘণ্টাপ্রোটেকশন দেবে এটি, এমনটাই দাবি নির্মাতাদের এতে আছে আমন্ড অয়েলএবং ডিপ ময়শ্চারাইজিং সিরামের সুরক্ষা, যা ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে অনেকটাই সাহায্য করবে শুধু একটাইছোট্ট অসুবিধে, এটি খুবই ঘন বলে একটু বেশিক্ষণ ধরে মালিশ করে ত্বকেমিলিয়ে দিতে হয়

 

 

| সেন্ট ডি ভেঞ্চে উইন্টার এডুকেশন বডি লোশন শেফ বাটার অ্যান্ড উইথ টি ট্রিঅয়েল (ST. D'VENCE Winter Edition Body Sheaf Butter and Lotion with Tea Tree Oil)

 

এই বডি লোশনটিতে কোনও প্যারাবেন, সালফেট কিংবামিনারেল অয়েল ব্যবহার করা হয়নি বদলে এতে আছে খাঁটি অস্ট্রেলীয় টি ট্রি অয়েলফরাসি শেফ বাটার, ইতালিয়ান অলিভ অয়েলএবং ভিটামিন , বি এই বডি লোশনটি আল্ট্রা নারিশিং, ত্বকের গভীরেপ্রবেশ করে পুষ্টি জোগায় এবং শীতকালীন শুষ্কতার হাত থেকেত্বককে রক্ষা করে(Winter Body Lotions For Dry Skin) লন্ডনের সেন্টডি ভেঞ্চে ল্যাবরেটরি এটি বিশেষভাবে ভারতীয় ত্বকের জন্যই বানিয়েছে

 

| ভেসলিন ইনটেনসিভ কেয়ার ডিপ রেস্টোর বডি লোশন (Vaseline Intensive Care Deep Restore Body Lotion)

 

এই ব্র্যান্ডটির সঙ্গে বাঙালির বহু পুরনো ভালবাসা আর তাতে এখনওএকটুও ভাঁটার টান পড়েনি এটি শুষ্ক, রুক্ষ ত্বকে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে পরীক্ষাগারে প্রমাণিত যে, এই লোশনটি শুষ্কত্বকের স্বাভাবিক আর্দ্রতা ফিরিয়ে আনতে সক্ষম পিওর ওটস এক্সট্র্যাক্টসযুক্ত এই বডি লোশটি ত্বকে চট করে মিশে যায় এবং একটুও চ্যাটচ্যাট করে না পাম্প বোতলেপাওয়া যায় বলে এটি ব্যবহার করাওসুবিধে

 

| ব্লউ নেকটার শিয়া বাটার ওয়ার্ম ভ্যানিলা অ্যান্ড সুগার বডি লোশন উইথ ভিটামিন (Blue Nectar Sheaf Butter Warm Vanilla and Sugar Body Lotion Cream with Vitamin E)

 

কোকো বাটার, শেফ বাটার, আমন্ড বাটার, ম্যাঙ্গো বাটার, এতগুলি বাটারযদি একসঙ্গে কোনওবডি লোশনে থাকে, তা হলে সেটিলাগালে ত্বক যে কোমল-নরম হবেই, তা তো বলাইবাহুল্য এতে কোনওক্ষতিকর কেমিক্যাল এবং মিনারেল নেই এটি একেবারেই চিপচিপে নয়, ত্বকেচট করে ঢুকেযায় এবং লিপিডও সেরামাইডস নিঃসরণে সাহায্য করে স্বাভাবিক আর্দ্রতা বজায়রাখতে সাহায্য করে

 

 

 

| সেন্ট বোটানিকা মরোক্কান আর্গান অয়েল আল্ট্রা নারিশিং ক্রিম বডি লোশন(St Botanica Moroccan Argon Oil Ultra Nourishing Cream Body Lotion)

 

আরগান অয়েল, কোকম এবং শেফ বাটারের কম্বিনেশনে তৈরি এই বডি লোশনে আছে প্লান্ট বেসড ময়শ্চারাইজার, নেই কোনও প্যারাবেন, সিলিকন, ডাইজাতীয় কোনও কেমিক্যাল যা ত্বকের ক্ষতিকরতে পারে মরোক্কান আরগান অয়েলের ময়শ্চারাইজিং প্রপার্টি সারাবিশ্বে সুবিদিত এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যা ত্বককে আর্দ্র রাখে, পুরনো জেল্লা ফিরিয়ে আনে এবং পুষ্টিও জোগায় (Winter Body Lotions For Dry Skin) ক্ষতিকর কোনওউপাদান এটিতে নেই বলে ত্বক ঝলমলেহয়ে ওঠে সহজেই

 

| মামাআর্থ হিলিং ন্যাচারাল বডি লোশন উইথ আরগান অয়েল অ্যান্ড ম্যাকাডেমিয়া নাট (Mama earth Healing Natural Body Lotion with Argon Oil & Macadamia Nut)

 

এই বডি লোশনটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড এতে কোনও ক্ষতিকর কেমিক্যাল নেই ২৪ ঘণ্টাআপনাকে সুরক্ষা জোগাতে সক্ষম এই বডি লোশনটির নন-গ্রিজি ফরমুলা ত্বকের গভীরেঢুকে ময়শ্চার লক করে দেয় ফলে ত্বকথাকে নরম, কোমলএবং ঝলমলে এতে কোনওরকম আর্টিফিশিয়াল সুগন্ধ, রং, প্রিজারভেটিভ, পেট্রোলিয়াম, প্যারাবেন কিংবাসালফেট নেই আরও একটিগুরুত্বপূর্ণ ব্যাপার হল, শুষ্ক ত্বকের অধিকারী মহিলা এবং পুরুষউভয়েই এই বডি লোশনটি স্বচ্ছন্দে ব্যবহার করতেপারেন

 

| হিমালয় হারর্বালস কোকো বাটার ইনটেনসিভ বডি লোশন (Himalaya Herbals Cocoa Butter Intensive Body Lotion)

 

কোকো বাটার, হুইট জার্মঅয়েলের গুণে ভরপুরএই বডি লোশনটি ত্বকের হারানো আর্দ্রতাই শুধু ফেরায় না, ফিরিয়ে দেয় ত্বকের ইলাস্টিসিটিও ফলে ত্বকনরম হওয়ার সঙ্গে-সঙ্গে ফিরে পায় স্বাভাবিক লাবণ্যও শরীরের বেশি শুষ্ক বা ফেটে যাওয়া অংশগুলিতে কোকো বাটার বডি লোশনটি লাগিয়ে ভাল করে মালিশ করুন, যতক্ষণ না লোশনটি ত্বকের গভীরে প্রবেশ করে ভাল ফলাফল পেতে চাইলে দিনে অন্তত দু'বার ব্যবহার করতে হবে

 

 

 

| বায়োটিক বায়ো ক্রিমি কোকোনাট আলট্রা রিচ বডি লোশন (Boutique Bio Creamy Coconut Ultra Rich Body Lotion)

 

পাঁচ হাজার বছর পুরনোআয়ুর্বেদিক রেসিপির সঙ্গেঅত্যাধুনিক বায়ো টেকনোলজির কম্বিনেশনের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এই বডি লোশনটি এতে আছে তুলসি পাতার নির্যাস, মুসুর ডালের গুণ, নারকেল তেল, মোরগাসিডস আরও নানা প্রাকৃতিক তেলের নির্যাস যে-কোনওপ্রাকৃতিক উপাদান দিয়েআপনি যদি ত্বকের যত্ন নেন, তা হলে লাভ অনেক স্বাভাবিক ভাবেই এই বডি লোশনটিও আপনার শুষ্কত্বককে (Best Body Lotions For Winter) সহজেই ঝলমলে করে তুলবে

 

| নিউট্রোজিনা বডি লোশন ময়শ্চারাইজার (Neutrogena Norwegian Formula Body Lotion Moisturizer)

 

শুষ্ক, রুক্ষ, ড্যামেজড ত্বকের যত্নে গ্লিসারিনের জুড়ি মেলা ভার এই এই বডি লোশনটি গ্লিসারিনের গুণে সমৃদ্ধ অথচ এটি একটুও চিপচিপে নয় এই বডি লোশনটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড বলে ত্বকে কোনওক্ষতিকর প্রভাবও ফেলেনা অথচ ২৪ ঘণ্টা আপনাকে ময়শ্চারাইজ করে রাখতে সক্ষম যাঁদের ত্বক একটু বেশিমাত্রায় শুষ্ক, তাঁরাএটি দিনে দু'বারও ব্যবহার করতেপারেন

 

১০| পন্ডস ট্রিপল ভিটামিন ময়শ্চারাইজিং বডি লোশন(Pond's Triple Vitamin Moisturizing Body Lotion)

 

এটির পরিচয়ও আমাদের কাছেনতুন কিছু নয় যাঁদের ত্বক একটু বেশিমাত্রায় শুষ্ক, তাঁদের জন্য এই বডি লোশনটি আদর্শ, কারণএটি ত্বকে তিনগুণ বেশি আর্দ্রতা জোগায় ফলে ত্বক শুষ্ক হওয়ারসুযোগই পায় না এর ট্রিপল ভিটামিন ত্বকেভিতর থেকে পুষ্টি জোগায় এবং সারিয়ে তোলে ফলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধীরে-ধীরে ফিরে আসারসুযোগ পায়

Post a Comment

Previous Post Next Post