বডি লোশন কেনার সময় কী-কী ব্যাপার মাথায় রাখবেন (Things To Keep In Mind Before Buying A Winter Body Lotion)


বডি লোশন কেনার সময় কী-কী ব্যাপার মাথায় রাখবেন (Things To Keep In Mind Before Buying A Winter Body Lotion)


শীতকাল ঠিক করে জাঁকিয়ে বসার আগেই বডি লোশনের (Best Winter Body Lotions) সম্ভার কিনে বাড়িতে মজুত করে ফেলতেচান, তাতে কোনওক্ষতি নেই কিন্তু শুধুবিজ্ঞাপনী প্রচারে না ভুলে বডি লোশনকেনার আগে মাথায়রাখুন এই বিষয়গুলি...

আপনার ত্বকের ধরন ঠিক কীরকম, সেটা আগে বুঝে নিন শুষ্ক ত্বকের জন্য চাই এক্সট্রা ময়শ্চারাইজিং বডি লোশনআবার তৈলাক্ত ত্বকের প্রয়োজন হালকা গোছেরবডি লোশন সুতরাং, কেনারআগে ত্বকের ধরন না জানলে ভুল করে ফেলার আশঙ্কা একশো শতাংশ

কেনার আগে প্রোডাক্টের লেবেলে লেখা উপাদানগুলিতে একবার চোখ বুলিয়ে নিন প্যারাবেন এবং অ্যামোনিয়া ডেরিভেটিভ থাকলেসেই লোশন এড়িয়ে চলাই ভাল কারণ, এই উপাদানগুলি ত্বকের স্বাভাবিক আর্দ্রতায় আরও টান ফেলে


আগে একটু বডি লোশননিজের হাতের উপরেঢেলে দেখে নিন যে, সেটি চট করে ত্বকে মিশেযাচ্ছে কিনা যদি তা হয় এবং কোনওচ্যাটচ্যাটে ভাব না থাকে, তা হলে স্বচ্ছন্দে সেটি কিনেফেলতে পারেন

আপনার বাজেটের কথাও একবারভেবে নেবেন বেশি দাম দিয়ে বডি লোশনকিনলে সেটি বেশিকাজ দেবে, কম দামের কিনলে নয়, এমনটা মোটেও সত্যিহয় সব ধরনেররেঞ্জেই ভাল প্রোডাক্ট পাবেন একটু মাথাখাটিয়ে খুঁজতে হবে, এই যা

বডি লোশনের বোতলটি কেমন, সেটিও দেখে নিন পাম্পকিংবা টিউব ধরনেরবোতলের লোশনে চট করে বাইরের হাওয়াঢুকতে পারে না বলে তা বেশিদিন ফ্রেশ থাকে এই ধরনেরবোতলে প্যাকেজড বডি লোশনই কিনুন

কোনও বডি লোশনে যদি আলফা-হাইড্রক্সি অ্যাসিড নামককোনও উপাদান থাকে, তা হলে বুঝবেন, এই লোশনটি ত্বককে ময়শ্চারাইজ করার সঙ্গে-সঙ্গে এক্সফোলিয়েশনও করে যাঁদের ত্বকশুষ্ক, তাঁরা এই ধরনের লোশন এড়িয়ে চলুন

Post a Comment

Previous Post Next Post