খারাপ সময়ের মোকাবিলা করার জন্য আধ্যাত্মিক কোটস (Spiritual Quotes On Never Give Up)
আমরা প্রত্যেকেই কোনও না কোনও সময়ে জীবনেএই খারাপ দিনগুলোর মুখোমুখি হয়েছি। খারাপ সময় জীবনে আসবেই। ভেঙে পড়ারদরকার নেই। এই সময় আবার চলেও যায়। তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়।
১| যদি কোনও কিছুতোমায় বিরক্ত করছে, শান্তি দিচ্ছে না, অস্থির করছে, তার মানে এটা তোমারধৈর্যের পরীক্ষা। সফল ভাবেএই পরীক্ষায় পাশ করো।
২| হিরে আসলে এক্তাল্ল কয়লা ছাড়া আর কিছু নয়। অসম্ভব চাপেইসেই হিরে হতে পেরেছে।
৩| ভয়, যন্ত্রণা, অনিশ্চয়তা নিয়েইশুরু করো, কিন্তু থেমে থেকনা।
৪| যখন দেখবে স্রোতের মতো তোমার দিকেআশীর্বাদ আসছে, তখন তোমার যুদ্ধটাও অনেক সহজ হয়ে যাবে।
৫| আমাদের কেউ সাহায্য করতে পারে না। আমাদের শুধু আমরাই পথ দেখাতে পারি।
৬| নিজেকে বেঁধে রেখনা, আটকে রেখনা, জীবনসহজ হয়ে যাবে।
৭| সমস্ত কষ্ট জমা রাখো নিজের ভিতরে। এটা তোমার জ্বালানি এটা দিয়েই তোমায় এগিয়েযেতে হবে।
৮| জীবনের লড়াই লড়ারজন্য যা যা দরকার সব তোমারআছে, সেগুলো গুছিয়ে নিয়ে মাঠে নেমেপড়ো।
৯| আমরা নিজেরাও জানিনা আমাদের ভিতরে কতটাশক্তি লুকিয়ে আছে। জীবনযখন আমাদের পরীক্ষা নেয় আমরা সেই শক্তির উপস্থিতি টের পাই।
১০| খারাপ সময় এলেইআমি নিজেকে প্রশ্ন করি, “আমি কি পারব?” আমার মন বলে “তুমি আগেওতো পেরেছ।”

إرسال تعليق