জীবন ও মৃত্যু নিয়ে আধ্যাত্মিক কোটস ,Spiritual Quotes About Life And Death

জীবন মৃত্যু নিয়ে আধ্যাত্মিক কোটস (Spiritual Quotes About Life And Death)



জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে! এর চেয়ে দামীকথা আর হয় না যে জন্মায় সে যে প্রাণীই হোক না কেন, কালের নিয়মে তাঁকেএকদিন মৃত্যু বরণ করতেই হয় প্রিয়জন ছেড়েগেলে কষ্ট হয় ঠিক কথা, কিন্তু এটাই মানুষের নিয়তি

| মৃত্যু জীবনের বিপরীত নয়, এটা জীবনের একটি অংশ

| আমরা সবাই একদিনমারা যাব চেষ্টা করতেহবে বেঁচে থাকাকালীন এমন কিছু করারযাতে মরার পরেওসবাই মনে রাখে

| মৃত্যুর সবচেয়ে ভাল দিক হল, এটা একবারই হয়! তাই জীবন এত সুন্দর লাগে

| জীবনের দৈর্ঘ্য কতটাসেটা গুরুত্বপূর্ণ নয়, জীবনের গভীরতা কতটাসেটা গুরুত্বপূর্ণ

| যাঁদের মন স্থির, মৃত্যু তাঁদের কাছেআরও একটা রোমাঞ্চকর অভিযান

| যারা জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করেনতাঁরা মৃত্যুকে ভয় পান না

| প্রাণ ভরে বাঁচুন, কাজ করুন, তারপরআলো নিভিয়ে ঘুমিয়ে পড়ুন ব্যাস!

| জীবন আর মৃত্যু আলাদা নয় সব নদী একদিন সমুদ্রে গিয়েমেশে

| যে মরতে ভয় পায় সে নয়, যে বাঁচতে ভয় পায় সে ভিতু

১০| তোমার কাজ যতক্ষণ মানুষ মনে রাখবেততক্ষণ তুমি মৃত বলে গন্য নয়

Post a Comment

أحدث أقدم