শীতকালে ত্বকের বাড়তি যত্ন নেওয়া জরুরি কেন? , How To Take Care Of Your Skin During Winter


শীতকালে ত্বকের বাড়তি যত্ন নেওয়া জরুরি কেন


বাংলাদেশে বা ভারতে  শীতকাল বা Winters   তাপমাত্রার পারদ নামার সঙ্গে-সঙ্গে কমতে থাকে বাতাসে চাপ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও অনেকাংশে কমে যায়

আর সেই সঙ্গে শুষ্ক হতে শুরু করে প্রকৃতি, যার প্রভাব পড়ে ত্বকেও শরীরে এখন বলুনতো,

ত্বকের কাজ সম্বন্ধে আপনার কিছুজানা আছে কি? ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ

 

হাত, পা, নাক, চোখ, মুখের এবং এককথায় বলা যায় শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের কাজ নির্দিষ্ট করা থাকে

 

আর ত্বকের কোনো কাজ থাকবে না, সেটাও কি কখনো হতে পারে? ত্বকের সবচেয়ে বড় কাজ হলো আমাদের শরীরকে হাইড্রেটেড রাখা

বাইরের পরিবেশের সঙ্গে শরীরের ভিতরের অংশের মধ্যে একটি সুরক্ষা কবচ তৈরি করে আমাদের ত্বক যাতে আমাদের শরীরের জলের পরিমাণ ঠিক থাকে

 

ত্বকের সবচেয়ে বাইরের অংশ, যার বৈজ্ঞানিক নাম স্ট্র্যাটাম কর্নিয়াম (Stratum corneum) , সেটির কাজই হলো শরীরের স্বাভাবিক আর্দ্রতা (Humidity) বজায় রাখা

 

 তাকে এই কাজে সাহায্য করে একটি কোষেরস্তর (Cell level), যা বিভিন্ন ধরনের লিপিড বা তেল, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড (Fatty acids)  এবং সেরামাইডস দিয়ে তৈরি

 

এই লিপিডই ত্বকের ময়শ্চার লেভেলনিয়ন্ত্রণ করে শীতকালে ত্বকেএই লিপিড কম তৈরি হয় তাই ত্বক আরও শুষ্ক হয়ে যায়

 

ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে যায় বলেই শীতকালে ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন আর ঠিক এখানেই আমাদের সাহায্য করতে পারে বডি লোশন (Best Winter Body Lotions) কারণ, এটি ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে


Post a Comment

أحدث أقدم