ডিওডরেন্ট হিসেবেও কাজে লাগাতে পারো

 


বাজার চলতি পার্ফিউম বা ডিওডোরেন্ট ব্যবহার করলেকি অ্যালার্জি হয়? তাহলে ঘামের গন্ধদূর করতে অ্যাপেল সাইডার ভিনিগারকে কাজে লাগাচ্ছো না কেন! আসলে এতে উপস্থিত অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপাটিজ নিমেষে দুর্গন্ধ সৃষ্টিকারি ব্যাকটেরিয়াদের মেরেফেলে ফলে যতই ঘাম হোক না, দূর্গন্ধ বেরনোর আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে

 

এমন উপকার পেতে ভিনিগারের সঙ্গে অল্প করে জল মিশিয়ে সেই মিশ্রনটি শরীরের যেখানে যেখানে বেশি মাত্রায় ঘাম হয়, সেখানে সেখানে লাগিয়ে ফেলতেহবে তাহলেই দেখবেকেল্লা ফতে!

Post a Comment

أحدث أقدم