স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক উক্তি (Bangla Motivational Quotes By Swami Vivekananda)

ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম
 

মনিষীদের মৃত্যু হয় না, তাঁরা চিরকাল মানুষের হৃদয়ে বিরাজ করেন (Bangla Motivational Quotes) স্বামী বিবেকানন্দ এরকমই একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। অসাধারণ প্রতিভাসম্পন্ন এই সন্ন্যাসী ভারতের যুবসমাজকে অন্যভাবে ভাবতে শিখিয়েছিলেন। তাঁরই বলে যাওয়া দশটি অনুপ্রেরণামূলক উক্তি রইল আপনাদের জন্য

১। সব শক্তিই আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন, এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন

২। যদি কোনদিন, আপনার সামান্য কোনো সমস্যা না আসে (মোটিভেশনাল উক্তি), আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাটছেন

৩। শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু, বিস্তার জীবন, সংকোচন মৃত্যু, প্রেম জীবন, ঘৃণা মৃত্যু

৪। তোমাদের সবার ভিতর মহাশক্তি আছে, নাস্তিকের ভিতর তা নেই। যারা আস্তিক তারা বীর, তাদের মহাশক্তির বিকাশ হবেই

৫। হে বীরহৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস কর যে, তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও নাএমন কি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও নাখাড়া হয়ে ওঠ, ওঠ, কাজ কর

৬। কাজ চিরকালই ধীরে ধীরে হয়ে এসেছে, চিরকালই ধীরে হবে; এখন ফলাকাঙ্ক্ষাত্যাগ 'রে শুধু কাজ করেই খুশী থাকো; সর্বোপরি, পবিত্র দৃঢ়-চিত্ত হও এবং মনে প্রাণে অকপট হওভাবের ঘরে যেন এতটুকু চুরি না থাকে, তা হলেই সব ঠিক হয়ে যাবে

৭। কেবল শারীরিক সাহায্য দ্বারা জগতের দুঃখ দূর করা যায় না। যতদিন না মানুষের প্রকৃতি পরিবর্তিত হইতেছে, ততদিন এই শারীরিক অভাবগুলি সর্বদাই আসিবে এবং দুঃখ অনুভূত হইবেই হইবে। যতই শারীরিক সাহায্য কর না কেন, কোনমতেই দুঃখ একেবারে দূর হইবে না। জগতের এই দুঃখ-সমস্যার একমাত্র সমাধান মানবজাতিকে শুদ্ধ পবিত্র করা। আমরা জগতে যাহা কিছু দুঃখকষ্ট অশুভ (Motivational Quotes In Bengali) দেখিতে পাই, সবই অজ্ঞান বা অবিদ্যা হইতে প্রসূত। মানুষকে জ্ঞানালোক দাও, সকল মানুষ পবিত্র আধ্যাত্মিক-বলসম্পন্ন শিক্ষিত হউক, কেবল তখনই জগ হইতে দুঃখ নিবৃত্ত হইবে, তাহার পূর্বে নয় দেশে প্রত্যেকটি গৃহকে আমরা দাতব্য আশ্রমে পরিণত করিতে পারি, হাসপাতালে দেশ ছাইয়া ফেলিতে পারি, কিন্তু যতদিন না মানুষের স্বভাব বদলাইতেছে, ততদিন দুঃখ-কষ্ট থাকিবেই থাকিবে

৮। ওরে, কেউ কাকেও শেখাতে পারে না। 'শেখাচ্ছি' মনে করেই শিক্ষক সব মাটি করে কি জানিস, বেদান্ত বলে-এই মানুষের ভেতরেই সব আছে একটা ছেলের ভেতরেও সব আছে (মোটিভেশনাল পোস্ট) কেবল সেইগুলি জাগিয়ে দিতে হবে, এইমাত্র শিক্ষকের কাজ ছেলেগুলো যাতে নিজ নিজ হাত-পা নাক-কান মুখ-চোখ ব্যবহার (Bangla Motivational Quotes) করে নিজের বুদ্ধি খাটিয়ে নিতে শেখে, এইটুকু করে দিতে হবে তাহলেই আখেরে সবই সহজ হয়ে পড়বে কিন্তু গোড়ার কথা-ধর্ম , ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি কেবল শুধু তরকারি খেয়ে হয় বদহজম, শুধু ভাতেও তাই

৯। চরিত্র গঠনের জন্য ধীর অবিচলিত যত্ন, এবং সত্যপোলব্ধীরজন্য তীব্র প্রচেষ্টাই কেবল মানব জাতির ভবিষ জীবনের উপর প্রভাব বিস্তার করিতে পারে

১০। এসো, মানুষ হও। নিজের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখ, সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালবাসো? তোমরা কি দেশকে ভালবাসো? তাহলে এস, আমরা ভাল হবার জন্যউন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি।এসো, মানুষ হও। নিজের সংকীর্ণ গর্ত (Motivational Quotes In Bengali) থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখ, সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালবাসো? তোমরা কি দেশকে ভালবাসো? তাহলে এস, আমরা ভাল হবার জন্যউন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি

Post a Comment

أحدث أقدم