![]() |
ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম |
সন্দীপ মাহেশ্বরীর অনুপ্রেরণামূলক উক্তি | Bangla Motivational Quotes By Sandeep Maheshwari বর্তমানে মোটিভেশনাল বক্তাদের মধ্যে সন্দীপ মাহেশ্বরী একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব।শুধুমাত্র তরুণ প্রজন্মের কাছেই না, তিনি সমাজের মোটামুটি সব স্তরের মানুষের কাছেই বেশ পছন্দের মানুষ। জীবনে যদি কখনও হতাশায় ভোগেন অথবা মনে হয় মোটিভেশনের অভাব রয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে ওঁর নানা মোটিভেশনাল পোস্ট দেখতে পারেন, আবার এই দশটি বিখ্যাত অনুপ্রেরণামূলক উক্তিও আওড়াতে পারেন।
সন্দীপ মাহেশ্বরীর
যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি, তখন আমরা ভালোই পরামর্শ দিই কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পরি, তখন বোকার মতো কাজ করতে থাকি।
সন্দীপ মাহেশ্বরীর
প্রথমবার যদি তুমি জীবনে কোনো ভুল করে থাকো তাহলে সেটা আদতে কোনো ভুলই নয় | কিন্তু সেটাকেই যদি তুমি বার বার করতে থাকো তাহলে সেটা একটা ভুল।
সন্দীপ মাহেশ্বরীর
সব পরিস্থিতির মধ্যেই ভালোও আছে আবার খারাপও আছে | প্রত্যেক মানুষের মধ্যে ভালোভাবও আছে আবার খারাপভাবও আছে | পছন্দ করাতো আমাদের হাতেই থাকে যে আমরা কি দেখতে চাই।
সন্দীপ মাহেশ্বরীর
প্রত্যেক ক্যারিয়ারে, উপরে কতদূর পর্যন্ত যাওয়া যেতে পারে তার কোনো সীমা নেই।
সন্দীপ মাহেশ্বরীর
কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বার বার হতাশ হয়ে যাও তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে? তুমি যত সেই কাজের সম্বন্ধে জানতে শুরু করবে ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে (Motivational Quotes In Bengali)| যতই তুমি সেই কাজের পসিটিভ দিকগুলোকে অনুসন্ধান করতে থাকবে ততই তুমি অনুপ্রাণিত হবে।
সন্দীপ মাহেশ্বরীর
সর্বদা শিখে যেতে হবে | যে শিখে যাচ্ছে সে জীবিত আছে আর যে শেখা বন্ধ করে দিয়েছে, সে একটা জ্যান্ত মৃতদেহ।
সন্দীপ মাহেশ্বরীর
শেখার উপর মনোযোগ দাও, উপার্জনের উপর নয় | উপার্জন সর্বদা ভবিষ্যতে হওয়া সম্ভব কিন্তু শেখা শুধু বর্তমান মুহূর্তেই হয় | তাই শেখার উপরেই মনোযোগ দাও, উপার্জনের উপর নয়।
সন্দীপ মাহেশ্বরীর
যেইসব মানুষরা তাদের নিজেদের চিন্তাভাবনাবদল করেন না, তারা কোনো কিছুই বদলাতে পারবেন না।
সন্দীপ মাহেশ্বরীর
হাজারটা নয়, আপনি যা করতে চান তার জন্য একটি বড় কারণ খুঁজুন, সেটাই যথেষ্ট।
সন্দীপ মাহেশ্বরীর
আমার কাছে সাফল্যের সংজ্ঞা মাত্র একটাই- শেয়ার করো, মন থকে শেয়ার করো আর সবার সাথে শেয়ার করো।
إرسال تعليق