শরীরকে চাঙ্গা রাখার পাশাপাশি ত্বকের পরিচর্যায় নানাভাবে কাজেআসে এই উপাদানটি। কিন্তু এক্ষেত্রে একটি বিষয়মাথায় রাখা একান্ত প্রয়োজন, তা হল এই বিশেষ ধরনেরভিনিগারটির আসলে কিন্তু অ্যাসিডিক, তাই ভুলেওঅ্যাপেল সাইডার ভিনিগার সরাসরি খাওয়া বা ত্বকে লাগানো উচিতনয়। বরং ভিনিগারে পরিমাণ মতো জল মিশিয়ে তারপর অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করতে হবে। আর এমনটাকরলে যে যে উপকারগুলি মিলবে, সেগুলি হল...
إرسال تعليق