জবা ফুল

  জবা

 বৈজ্ঞানিকশ্রেণীবিন্যাস

জগৎ            :           উদ্ভিদ

(শ্রেণীবিহীন)  :           সপুষ্পক উদ্ভিদ

(শ্রেণীবিহীন)  :           Eudicots

(শ্রেণীবিহীন)  :           রোসাইডস

বর্গ               :           Malvales

পরিবার          :          Malvaceae

গণ                :          Hibiscus

প্রজাতি           :          H. rosa-sinensis

দ্বিপদীনাম      :         Hibiscus rosa-sinensis

জবাফুল (ইংরেজি: Chinese hibiscus, বাChina rose) হল মালভেসি গোত্রের অন্তর্গত একটি চিরসবুজ পুষ্পধারী গুল্ম, যার উৎপত্তি পূর্ব এশিয়াতে এটিচীনা গোলাপ নামেও পরিচিত

বর্ণনা

জবা একটি চিরসবুজ গুল্ম যার উচ্চতা .- মি (-১৬ ফিট) প্রস্থ .- মি(-১০ ফিট)। এর পাতাগুলি চকচকে ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের ৫টি পাপড়ি যুক্তফুলগুলির ব্যাস ১০ সেমি( ইঞ্চি) এবং গ্রীষ্মকাল শরতকালে ফোটে


চাষ

বাগানের গাছ হিসেবে জবাকে গ্রীষ্মমণ্ডল এবং উপগ্রীষ্মমণ্ডল অঞ্চলে সর্বত্র ব্যবহার করা হয়যেহেতু জবা ১০°সেলসিয়াসের নিচের তাপমাত্রা সহ্য করতে পারে না, তাই নাতিশীতোষ্ণ অঞ্চলে জবা গাছকে গ্রীনহাউসে রাখা হয়জবা গাছের বিভিন্ন রকমের সংকর প্রজাতি আছে, যাদের ফুলের রঙ সাদা, হলুদ,কমলা, ইত্যাদি হতে পারে

নামকরণ

বৈজ্ঞানিক ক্যারলাস লিনেয়াস জবার নাম দেন হিবিস্কাস রোসা-সিনেন্সিসলাতিন শব্দ 'রোসা সিনেন্সিস'-এর অর্থ 'চীন দেশের গোলাপ', যদিও জবার সঙ্গে গোলাপের সম্পর্ক নেইভারতীয় উপমহাদেশে জবা গাছ বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে পরিচিত, যেমন বাংলায় জবা, , হিন্দিতে জবা কুসুম ইত্যাদি

 

গুনাগুণ

v  চোখ ওঠা রোগ দূর করতে এর পাতার প্রলেপ দিলে ভাল উপকার পাওয়া যায়

v  সর্দি কাশিতে জবা ফুল বেটে রস করে জলে মিশিয়ে খেলে রুগী সুস্থ হয়ে যাবে

v  চুলের বৃদ্ধির জন্য পাতার রস তেলের সাথে মিশিয়ে চুলে লাগাতে হবে

 

Post a Comment

Previous Post Next Post