কিচেন চিমনি কেন ব্যবহার করা হয়|Why kitchen chimney is used?

 রান্নাঘরে রান্না করার ফলে যে সমস্ত তেল-চর্বি বাতাসে ভাসতে থাকে সেগুলো বের করার জন্য কিচেন চিমনি ব্যবহার করা হয়। আগে exhaust fan এর মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা হতো। বর্তমানে কাজটি কিচেন চিমনির মাধ্যমে করা হয়।

Kitchen,কিচেন,চিমনি,কিচেন চিমনি কেন ব্যবহার করা হয়,

এটি একটি আধুনিক পদ্ধতি। এক সপ্তাহ হলো আমার বাসায় একটি কিচেন চিমনি স্থাপন করেছি। এখানে কয়েকটি ছবি সংযুক্ত করেছি। আশা করি ছবি দেখে চিমনি সংক্রান্ত আপনার ধারনাটি পরিষ্কার হয়ে যাবে।

Post a Comment

أحدث أقدم