অ্যালকোহল কিডনির ক্ষতি করে না এমন তো নয়, তবে যকৃত বা লিভারের ক্ষতি বেশি করে।
লিভার (Liver)
আমাদের শরীরে যকৃত খুবই জটিল একটি অঙ্গ। এর কাজের মধ্যে উল্লেখযোগ্য হল-
- রক্ত থেকে টক্সিক উপাদান পরিশ্রুত করা
- খাদ্য পরিপাকে সহায়তা করা
- ব্লাড সুগার ও কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ
- সংক্রমণ ও রোগের বিরুদ্ধে প্রতিরোধে সাহায্যে করা
লিভার ও মদ্যপান
প্রতিবার যখনই লিভার অ্যালকোহল ফিল্টার করে তখনই এর কিছু কোষ মরে যায়। তবে সুখের খবর এটাই যে, লিভার এমন একটি অঙ্গ যা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং পুনরুত্পাদনে সক্ষম। তাই অ্যালকোহল জনিত প্রাথমিক ক্ষতি কাটিয়ে উঠতে এর দেরি হয় না। তবে দীর্ঘমেয়াদী অতিরিক্ত অ্যালকোহলের ব্যবহার লিভারের পুনরুত্পাদনের ক্ষমতাকে কমিয়ে দেয়, যা মারাত্মক ও স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। অতিরিক্ত মদ্যপান থেকে যে ধরনের লিভারের রোগ হতে পারে-
- অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ- খুব বিরল ক্ষেত্রে এই রোগের কোনও উপসর্গ দেখা যায়। তবে সুবিধে এটাই যে মদ্যপান বন্ধ করলে লিভার পূর্বাবস্থায় ফিরে আসে।
- অ্যালকোহলিক হেপাটাইটিস- সংক্রমক হেপাটাইটিস রোগের সঙ্গে এর সম্পর্ক নেই। তবে রোগ মারাত্মক আকার নিলে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
- সিরোসিস- এই রোগে লিভার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। মদ্যপান বন্ধ করলে লিভার পূর্বাবস্থায় ফিরে না গেলেও আরও বেশি ক্ষতির ঝুঁকি কমে যায়
কিডনি ও মদ্যপান
আগেই বলেছি, অতিরিক্ত মদ্যপান কিডনিরও ক্ষতি করে। অ্যালকোহলের প্রভাবে লিভার ক্ষতিগ্রস্ত হলে কিডনির ওপরে চাপ বাড়ে। তার মানে, রক্তপ্রবাহের স্বাস্থ্যকর মাত্রা বজায় রাখার যে ক্ষমতা কিডনির আছে, লিভারের রোগ তা হ্রাস করে। এর ফলশ্রুতিতে কিডনির পরিশ্রুতি ক্ষমতায় প্রতিবন্ধকতা গড়ে ওঠে। তা ছাড়া মদ্যপান রক্তচাপ বাড়ায়। উচ্চ রক্তচাপ কিডনির পক্ষে ক্ষতিকর।
Post a Comment