লেডি মেহেরবাঈ টাটার বুকে ঝুলছে হীরাটির আকার কোহিনূরের দ্বিগুন



ছবিতে যে নারীকে দেখছেন তিনি "লেডি মেহেরবাঈ টাটা"।তার বুকে ঝুলছে ২৪৫ ক্যারাটের একটি হীরা।হীরাটির আকার কোহিনূরের দ্বিগুন।এই হীরাটি তার স্বামী ডোরাবজী টাটা ১৯০০ সালে তাকে উপহার দিয়েছিলেন । কিন্তু ভাগ্যের খেলায় ১৯২০ সালে এই হীরাটাই বন্ধকি রেখে টাটা আয়রন এন্ড স্টীল কোম্পানিকে সংকট থেকে বাঁচিয়ে ছিলেন এই ভদ্র মহিলা।লেডি মেহেরবাঈ টাটা ১৯২৪ সালে প্যারিস অলিম্পিকে টেনিসে মিক্সড ডাবলসে খেলেছিলেন। উনি শাড়ী পরতেন সব সময়ই।১৯৩১ সালে লিউকোমিয়াতে মারা যান তিনি।এরপর তার স্বামী ডোরাবজী টাটা তার সেই হীরা ও অন্য সমস্ত গয়না বিক্রি করে একটি তহবিল তৈরী করেন এবং সেই তহবিল থেকেই টাটা ক্যান্সার হসপিটাল- এর সৃষ্টি হয়। হাজার হাজার ক্যান্সার রোগী প্রতিবছর এই হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে আসেন।এই মহীয়সী নারী ও তার পরিবারের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ভালবাসা। আপনার রবের সৃষ্টির কৃতজ্ঞতার জন্য এমন কিছু করে যেতে চেষ্টা করেন যাতে দুনিয়ার মানুষ আপনাকে মনে রাখে যুগ যুগ ধরে।
লেখা-সৈয়দ হোসাইন উল হক।




Post a Comment

أحدث أقدم