লোভে পাপ,পাপের মৃত্যু l আমাদের সমাজের অনেক চরিত্র বৈশিষ্ট্য মানুষ দেখা যায়, তার মধ্যে লোভী মানুষ অন্যতম l কিন্তু লোভী মানুষটা চেনাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় l তবে খারাপ সময়ের বা পরিস্থিতিতে তাদের চরিত্রে লোভ প্রকাশ পায় l পৃথিবীতে সব মানুষের কম-বেশি লোভ থাকে, কিন্তু লোভী মানুষের লোভ মাত্রা অতিরিক্ত থাকে l
আপনার পরিবার সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রিয় মানুষ বা জীবনসঙ্গী তাদের চরিত্রের লোভের পরিমাণ বেশি প্রকাশ পায় তাহলে আপনার জীবনের সুখ বিনস্ট বা সর্বনাশ ডেকে আনতে পারে l তাই মনোবিজ্ঞানের কয়েকটি লক্ষণ জানা থাকলে লোভী মানুষ চেনা সহজ উপায় হবে আশা করা যাক l জেনে নিন -
Easy way to recognize greedy people
১. লোভী মানুষেরা সাধারণত অধিকতর অধৈর্য্য অধিকারী হয়ে থাকে l এই অধৈর্য্য লোভী মানুষের অন্যতম প্রধান কারণ l তবে সব অধৈর্য্য মানুষকে লোভী হিসেবে ধরে নেওয়াটা ঠিক নয় l এদের বেশিরভাগ অধৈর্য্য লক্ষণ প্রকাশ পায় l
২. লোভী মানুষের তাড়নায় একটু বেশি প্রকাশ পায় l তবে সাধারণত এদের ক্ষুধার তাড়না বেশি প্রভাব দেখা যায় l এরা ক্ষুধার তাড়নাকে ধরে রাখতে ব্যর্থ হয় l উদাহরণ : “ঘ” নামক কোনো ব্যক্তি একটা রেস্টুরেন্টে গেলো l গিয়ে ম্যানেজারকে খাবার অর্ডার দিল l ম্যানেজার বলল খাবার তৈরি হতে ১০ মিনিট অপেক্ষা করতে হবে l কিন্তু রেস্টুরেন্টে খাবার অর্ডার বেশি হওয়াতে সেই ব্যক্তি অর্ডারকৃত খাবার তৈরি হতে দেরী হবে l
সেই ব্যক্তি ১০ মিনিট অপেক্ষা করে খাবার না পেয়ে মেজাজ খারাপ করে ম্যানেজারকে খারাপ ব্যবহার বা অকট্য ভাষায় গালিগালাজ করলো l এর থেকে বুঝা যায় এটা লোভী মানুষের লক্ষণ l
৩. লোভী মানুষের অস্থিরতা মাত্রাতিরিক্ত দেখা যায় বলে জানা যায় l এরা কোনো কিছুই পাওয়া জন্য সহজে স্থির হয়ে থাকতে পারে না l উদাহরণস্বরূপ : একটা স্থানের “ক”ও “খ” নামক দুইজন ব্যক্তিকে ডেকে আনা হলো & তাদের দুইজনকে দুইটা পিজ্জা বাক্স দেওয়া হবে খাওয়া জন্য l কিন্তু শর্ত হলো ৩০ মিনিট পর পিজ্জা বাক্স দেওয়া হবে & তারা খেতে পারবে l কিন্তু “ক” নামক ব্যক্তিটি শর্ত ভঙ্গ করে পিজ্জা বাক্স কেড়ে নিল & খাওয়া শুরু করলো l অপরদিকে ৩০ মিনিট শেষ হওয়া পর “খ” নামক বাক্সটি পেল & পিজ্জা খাওয়া শুরু করলো l এই পরীক্ষাটি ছোট বাচ্চাদের করলে ভালই ফলাফল পাওয়া যাবে l
৪. লোভী মানুষেরা একটু বেশি স্বার্থপর হয়ে থাকে l সব স্বার্থপর মানুষকে লোভী ধরা উচিত নয় l লোভী মানুষেরা স্বার্থের হাসিল করতে একটুও দ্বিধাবোধ করে না l এমনকি এরা কোনো বস্তু দখল করতে পারর্দশী দেখা যায় l উদাহরণ : একটি খাবারে হোটেল থেকে এক প্লেট বিরিয়ানি প্যাকট আনা হলো l “গ” ও “ঘ” নামক দুইজন ব্যক্তিকে সেই বিরিয়ানি প্যাকট বিতরণ করা হলো & শর্ত দেওয়া হলো এক প্লেট বিরিয়ানি প্যাকটের মধ্যে দুইজন হাফ প্লেট ভাগ করে খেতে হবে l কিন্তু “গ” নামক ব্যক্তি শর্ত ভঙ্গ করে এক প্লেট বিরিয়ানি পরিপূর্ণ খেল & অপরদিকে “ঘ” নামক ব্যক্তি সেটি থেকে বঞ্চিত হল l এমনকি তারাও অন্যে সম্পত্তি দখলে জন্য পরিকল্পনা করতে পারে l
৫. লোভী মানুষেরা দামী বা আর্কষনীয় বস্তু প্রতি মাত্রাতিরিক্ত আর্কষণ থাকে l এদের কাছে নিজে দামী বস্তু থাকলে অন্য বা নতুন কোনো বস্তু প্রতি আবার বেশি আর্কষিত হয় l তারা দামী বা আর্কষনীয় বস্তু পাওয়া জন্য অতিরিক্ত খরচ করতে দ্বিধাবোধ করে না l নিজে সামর্থ্য না থাকলে
পরিবারের (সামর্থ্য থাক আর না থাক) একটু বেশি চাপ দিয়ে থাকে বস্তু পাওয়া জন্য l আবার অনেক সময় দেখা যায় এদের বিলাসিতা সাধারণ মানুষের বিলাসিতা চেয়ে অধিক l
৬. মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে বশ করে ফেলা অনেক লোভী মানুষের প্রধান কাজ l এরা নতুন কোনো মানুষ সাথে পরিচয় পর যদি তারা মিষ্টি কথা বলে মানুষকে বশ ফেলতে চায় প্রথমে তারা নিজে চরিত্র গোপন রেখে ভালো মানুষের অভিনয় করতে পারর্দশী হয় l পরে ধীরে ধীরে এদের চরিত্র প্রকাশ পায় l আপনার প্রিয় মানুষ & কারো এই লক্ষণটি থাকলে খুব সহজে লোভী মানুষ হিসেবে ধরে ফেলতে পারবেন l এরা বশ করে মানুষের পকেট টাকা খরচ সীমা ছাড়িয়ে ফেলে l
৭. লোভী মানুষের বন্ধু বান্ধব সংখ্যা বেশি বটে l কিন্তু এদের প্রকৃত বন্ধু থাকে না l আবার একেবারে থাকে না সেটা বলা যায় l যদি প্রকৃত বন্ধু থাকে তারাও লোভী চরিত্রের অধিকারী হওয়ার সম্ভাবনার থাকে l এদের সাথে যারা বন্ধুত্ব করে তারা আস্থা হারিয়ে ফেলে l কারণটি জানতে উপরে ৪ এবং ৬ নম্বর লক্ষণটি পড়লে বুঝে যাবেন l
৮. লোভী মানুষেরা নিজেকে নির্দোষ মনে করে & দোষ ও ভুলত্রুটি স্বীকার করতে চায় না l এরা হাজার দোষ বা অন্যায় করে এমন মনোভাব দেখায় তারা কোনো অপরাধ করে নি l আপনি যদি এদের কোনো ভুল ধরিয়ে দেন তারা আপনাকে খারাপ ব্যবহার বা অপমানিত চেষ্টা করতে পারে l তাই এই লক্ষণ দেখা দিলে আপনার এদেরকে এড়িয়ে চলা বা সাবধান থাকা উত্তম হবে l
* উপরের সবগুলো লক্ষণ লোভী মানুষ চেনার বা ধরার জন্য না মিললেও কমপক্ষে ২,৩টি লক্ষণ মিলে যেতে পারে l
লোভী মানুষ চেনার জন্য বড় বড় টেক্সট গুলো করলাম এগুলো আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে তুলে ধরলাম l কোনো কিছু ভুল হলে খারাপ কমেন্ট না করে ধরিয়ে দিবেন l
Post a Comment