ইমার্জেন্সি পিল নিয়ে যত ভুল ধারণা-misconceptions about the Emergency-Pill
বর্তমান প্রজন্ম সচেতন হলেও
অনেক সময় যৌনমিলনে প্রতিরোধক ব্যবহার করতে
ভুলে যান কিংবা
ইচ্ছাকৃতভাবেই ব্যবহার করেন
না। তখনই প্রয়োজন হয় ইমার্জেন্সি কন্ট্রোসেপটিভ (Contraceptive) পিলের। তবে এই পিল সেবন নিয়ে
রয়েছে অনেকের কুসংস্কার ও
ভুল মন্তব্য , একটু
বাড়তি সচেতন হলে যেগুলো সম্পর্কে জেনে নেওয়া সম্ভব।
১. অনেকে ভুল ধারনা
(Misconceptions) করেন
ইমার্জেন্সি পিল (Emergency pill) কিনতে হলে ডাক্তারের প্রেসকিপশন (Prescription) বা ডাক্তারের পরামর্শ দরকার। জেনে রাখুন,
আপনি যে কোনও
সময় নিকটস্থ ওষুধের দোকানে যেতে পারেন
এবং ইমার্জেন্সি পিল কিনতে পারেন। এর জন্য
কোনও লিখিত অনুমোদনের প্রয়োজন নেই।
২. অনেকে ভুল ধারনা
(Misconceptions) করে বসে থাকে যে, ইমার্জেন্সি পিল(Emergency pill) সকাল ছাড়া
অন্য সময় খেলে
কাজ হবে না। সত্যিটা হলো, তিন দিনের
পিল গুলো ৭২ ঘন্টা এবং ৫ দিনের পিলগুলো ১২০ ঘন্টার যে কোনো
সময় সেবন করা যায়। তবে অরক্ষিত যৌন মিলনের (Sexual intercourse) পর যত তাড়াতাড়ি এই পিল সেবন (Enjoyment) করা যায়, তত তারাতারি এটির কাজ করার সম্ভাবনা বেড়ে যায়।
৩. ইমার্জেন্সি পিল নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটি হলো, এটির সেবন আর গর্ভপাত বা (Abortion) একই কথা। এটা পুরোপুরি একটি (Superstition) বা কুসংস্কার। কারণ ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলনের মাধ্যমে ভ্রূণের নিষিক্ত হতে কমপক্ষে ৫ দিন সময় লাগে। ইমার্জেন্সি পিলের কাজ এই সময়ের মধ্যে ডিম্বাণুর উর্বরতা কমিয়ে দেওয়া অথবা উর্বর ডিম্বাণুকে শুকাণুর সঙ্গে মিলনে বাধাগ্রস্ত করা। অর্থাৎ এর মূল কাজ হল ভ্রূণের নিষেককরণ প্রক্রিয়া (Process) বন্ধ করা । যেখানে ভ্রূন গঠিত হয়নি, সেখানে ভ্রূন হত্যার প্রশ্নই ওঠে না।
Post a Comment