শীতকালে তৈলাক্ত ত্বকের খেয়াল রাখবে এই ১০টি বডি লোশন, Top 10 Body Lotions For Oily Skin


শীতকালে
তৈলাক্ত ত্বকের খেয়াল রাখবে এই ১০টি বডি লোশন (Top 10 Body Lotions For Oily Skin)

যাঁদের ত্বক তৈলাক্ত, এই শীতে তাঁদের অবস্থা অন্যদের তুলনায় অনেকটাই ভাল কারণ, স্বাভাবিক ভাবেই আপনার ত্বকেযে তেল নিঃসরণ হয়, তাতে ত্বকশুষ্ক, রুক্ষ হওয়ারসুযোগটাই খুব একটাপায় না! জানি, এবার আপনারা জিজ্ঞেস করবেন যে, তা হলে আলাদা করে বডি লোশন লাগানোর কী প্রয়োজনীয়তা? সে তো আছেই, কারণ, শত হলেও ত্বকের উপর একটি প্রোটেক্টিভ লেয়ার তৈরি করতেহবে তো? তাই এখানে রইল তৈলাক্ত ত্বকের কথা ভেবে(Best Body Lotions For Winter) তৈরি হওয়া ১০টি বডি লোশনের তালিকা

| ওয়াও স্কিন সায়েন্স অ্যালো ভেরা বডি লোশন (WOW Skin Science Aloe Vera Body Lotion)

শীতকালে তৈলাক্ত ত্বকের প্রয়োজন হালকা হাইড্রেশন আর সেই কাজটিই দারুণ ভাবেকরে এই বডি লোশনটি এর অ্যালো ভেরা জেল হালকাপরত তৈরি করে ত্বকের উপরে এবং প্রয়োজনীয় আর্দ্রতা সেখানেই লক করে দেয় এটি সম্পূর্ণরূপে কেমিক্যাল মুক্ত কোনও ক্ষতিকর প্যারাবেন, সিলিকন কিংবাকৃত্রিম রং নেই এতে তার উপর এতে আছে অ্যান্টি-এজিং প্রপার্টিজও

| খাদি মেঘদূত পাপায়া অ্যান্ড অ্যালো ভেরামিক্স ফ্রুট বডি লোশন (Khadi Meghdoot Papaya and Aloe-Vera Mix Fruits Body Lotion)


খাদি গ্রামোদ্যোগের তৈরি যে-কোনও প্রোডাক্টই ১০০ শতাংশ প্রাকৃতিক এই বডি লোশনটিও তার ব্যতিক্রম নয় এতে কোনওকৃত্রিম কেমিক্যাল নেই বরং আছে পেঁপে, আম, লেবু, অ্যালো ভেরাএবং কমলালেবুর নির্যাস শীতকালে তৈলাক্ত ত্বকের দেখভালে এটি সুন্দরভাবে কাজ করে এবং সহজেই মিশেযায় বলে লাগাতেও সমস্যা হয় না

| ট্রু ডার্মা এসেনশিয়ালস অ্যালো ভেরা ময়শ্চারাইজিং অ্যান্ড সুদিং বডি লোশন(True Derma Essentials Aloe Vera Moisturizing and Soothing Body Lotion)

তৈলাক্ত ত্বককে শীতকালে আর্দ্র রাখতে সবচেয়ে বেশিকাজে আসে অ্যালো ভেরা কারণ, এই গুল্মটি ত্বককে পুষ্টি জোগায় কিন্তু তেলতেলে করে না তাই যে বডি লোশনে অ্যালো ভেরার নির্যাস আছে, সেটি এই সময়েনিশ্চিন্তে ব্যবহার করতেপারেন এই বডি লোশনটি ত্বকের স্বাভাবিক আর্দ্রতাকে বজায় রেখেতাকে পুষ্টি জোগায়ভিতর থেকে ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে এনে তাকে আবার প্রাণবন্ত করে তোলে

| লোটাস হার্বালস অ্যালো সফট ডেলি বডি লোশন (Lotus Herbals Aloe Soft Daily Body Lotion)

লোটাস হার্বালস-এর এই বডি লোশনটি খুবইহালকা (Best Winter Body Lotions) এবং ত্বকে চট করে মিশে যায় ত্বককে পুষ্টি জোগানো এবং আর্দ্র রাখার সঙ্গে-সঙ্গে এটি আবারশীতকালের মিঠেকড়া রোদের হাত থেকেও তাকেবাঁচায় কারণ, অ্যালো ভেরা নির্যাসের সঙ্গে-সঙ্গে এতে এসপিএফ ২০- আছে

| ভেসলিন রিভাইটালাইজিং গ্রিন টি বডি লোশন (Vaseline Revitalizing Green Tea 

Body Lotion)

সব ধরনের ত্বকের প্রয়োজনের কথা মাথায় রেখেইভেসলিন কোনও না-কোনও বডি লোশনরেখেছে নিজেদের রেঞ্জে তৈলাক্ত ত্বকের অধিকারীরা ব্যবহার করতেপারেন এই রিভাইটালাইজিং গ্রিনটি বডি লোশনটি এটি নন-গ্রিজি ফর্মুলায় তৈরি ফলে একটুওচ্যাটচ্যাটে নয় ত্বককে রিফ্রেশ করে সারা দিন আর্দ্র রাখবে এটি

| সেন্ট ইভস স্কিনরিনিউয়িং কোলাজেন অ্যান্ড ইলাস্টিন বডি লোশন(St. Ives Renewing Collagen & Elastin Body Lotion)

এই বডি লোশনটি ত্বককে হালকা হাইড্রেট করার সঙ্গে-সঙ্গে তার কোলাজেন লেয়ার রিস্টোর করে ত্বকের বয়স কমিয়ে দেয়! এর ইলাস্টিন বাড়িয়ে দেয় ত্বকের ইলাস্টিসিটি তাই যাঁরাশীতে ত্বকের যত্ননেওয়ার পাশাপাশি ত্বকের বয়সও ধরে রাখতেচান, তাঁরা এই বডি লোশনটি ব্যবহার করে দেখতে পারেন

| নিভিয়া অ্যালো হাইড্রেশন বডি লোশন (Nivea Aloe Hydration Body Lotion)

নিভিয়ার এই বডি লোশনটি সারা দিন আপনারত্বকের উপর একটিঠান্ডা জলীয় পরত তৈরি করে তাকেসুরক্ষিত রাখবে সহজেই ত্বকেমিশে গিয়ে তাকেভিতর থেকে পুষ্টি জোগায় কিন্তু একটুওতেলতেলে করে না ভাল ফল পেতে চাইলেস্নানের পরে এই বডি লোশনটি (Best Winter Body Lotions) সারা শরীরে ভাল করে মালিশকরুন

| ফরেস্ট এসেনশিয়াল লাইট ডে ল্যাভেন্ডার অ্যান্ড নেরোলি বডি লোশন (Forest Essentials Light Day Lotion Lavender & Neroli)


এটি দামে একটু বেশিহলেও, গুণে ঠাসা ল্যাভেন্ডার ওয়াটারের সঙ্গে এতে আছে নেরোলি অয়েলএবং ওটসের নির্যাস, যা ত্বককে ভিতরথেকে সারিয়ে তুলেতার পুরনো জৌলুসফিরিয়ে আনে ত্বককে টানটান করে এবং পরিষ্কারও করে তৈলাক্ত ত্বকের জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে সারা দিন আপনাকে ময়শ্চারাইজড রাখলেও, এটি একটুও তেলতেলে করবে না

| দ্য বডি শপ হোয়াইট মাস্ক স্মোকি রোজ বডি লোশন(The Body Shop White Musk Smoky Rose Body Lotion)

এই বডি লোশনটি একেবারেই হালকা, কিন্তু ত্বককে সারা দিন সজীবরাখতে এটি পুরোমাত্রায় সক্রিয় থাকে এতে আসে ঝলসানো গোলাপেপ পাপড়ির নির্যাস, তা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে এবং সেটিকে বাইরের দূষণের হাত থেকেও রক্ষা করে ক্রুয়েলটি-ফ্রি হোয়াইট মাস্কের অদ্ভুত একটি সুগন্ধও সারা দিন আপনারসঙ্গে থাকবে এই বডি লোশনটি লাগালে

১০| বায়োটিক বিএক্সএল সেলুলার মর্নিং নেকটার হাইড্রেটিং লোশন (Biotique Bxl Cellular Morning Nector Hydrating Lotion)

ত্বকের গভীরে ঢুকে তেল এবং ময়শ্চারের মধ্যে ভারসাম্য রক্ষা করতেসাহায্য করে এই বডি লোশনটি তা ছাড়াও হারানো জেল্লা পুনরুদ্ধার করে, ত্বককে টানটান করে, সারা শরীরেএকই টোন ফিরিয়ে দেয় আর সবচেয়ে উপরে তৈলাক্ত ত্বকের যেটা সবচেয়ে বড় সমস্যা, সেই অ্যাকনে এবং ব্রণর হাত থেকেও রক্ষা করে


Post a Comment

Previous Post Next Post