স্ট্রোক (Stroke) আসলে কি

স্ট্রোক (Stroke) আসলে কি?

অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে যে, স্ট্রোক হচ্ছে এক ধরণের হার্টের অসুখ আমরা প্রায়ই স্ট্রোক হার্ট অ্যাটাককে গুলিয়ে ফেলি আসলে স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রোগ মস্তিষ্কের কোনো স্থানের রক্ত নালী বন্ধ হয়ে গেলে বা ব্লক হলে স্থানের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়,

ফলে মস্তিষ্কের বিশেষ এলাকা কাজ করতে পারেনা এটিই স্ট্রোক নামে পরিচিত স্ট্রোককে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেরিব্রোভাসকুলার অ্যাকসিডেন্ট বলা হয়

 

মস্তিষ্কের বিশেষ এলাকাটি শরীরের যে যে অংশকে নিয়ন্ত্রণ করত, স্ট্রোক হলে সে সকল অংশের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে পড়ে মস্তিষ্কের এক দিক নষ্ট হলে শরীরের উল্টো দিক বিকল হয়ে পরে অর্থা মস্তিষ্কের বাম দিকে ক্ষতি হলে শরীরের ডান দিক অচল/অবশ হয়ে যায়

 

» বিশ্বে প্রতি সেকেন্ডে একজন স্ট্রোকে মারা যাচ্ছেন রোগ সম্পর্কে সচেতন করতে প্রতিবছরের ২৯ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস

Post a Comment

Previous Post Next Post