ভয়কে জয় করার জন্যা আধ্যাত্মিক কোটস (Spiritual Quotes About Joy)
ভয় হল এমন এক অনুভূতি যা জন্মথেকে মৃত্যু পর্যন্ত আমাদের সঙ্গে থাকে। এ শুধু নিছক ভূতেরভয় নয়। বরং হারিয়ে যাওয়ার ভয়, হেরেযাওয়ার ভয় আরও অনেক গভীর ভয় যা আমাদের মনে শিকড় বিস্তার করেছেখুব ধীরে ধীরে। সেই সমস্ত ভয় থেকেমুক্তি পেটে কাজেআসবে এই আধ্যাত্মিক কোটসগুলি।
১| শুধু ভাবলেই হবে না, ভয়কে মুছেফেলার পদক্ষেপ তোমাকেই নিতে হবে।
২| তোমার প্রতিদিনের লড়াইটা অনেক বেশি ভয়ের, এর পরে আর কোনও কিছুকে ভয় পাওয়ার নেই।
৩| যদি ভয়কে জয় করতে চাও, তাহলেবাড়িতে বসে থেকনা, রাস্তায় নেমে সেই ভয়ের মুখোমুখি দাঁড়াও।
৪| একজন সাধারণ মানুষভাবে যে আগে ভয়কে হারিয়ে দিয়েতারপর কাজে মন দেবে কিন্তু একজনপেশাদার জানে ভয় বিহীন কেউ নয়। তাই সে কাজটা আগে করে।
৫| সাহসী হওয়ার মানেভয় শূন্য হওয়ানয়। সাহসী হল সে যে ভয়েরবিরোধিতা করে।
৬| নিজের উপর বিশ্বাস রেখে যেটা ভাল লাগে সেটাই করো। ভয় যেন তোমার পথে বাধা হয়ে না দাঁড়ায়।
৭| ব্যর্থতা যেন ভয়েরকারণ না হয় বরং সফল যাতেহতে পারো সেই চিন্তা করো।
৮| ভয়কে যে জয় করে সেই প্রকৃত সাহসী যোদ্ধা।
৯| ব্যর্থতাকে ভয় না পেয়ে আমি এগিয়েযাওয়ার অঙ্গীকার নিয়েছি।
১০| যেদিন ভয়কে জয় করবে সেদিন নিজেকে আরও বেশি শক্তিশালী মনে হবে।

Post a Comment