প্রশ্নঃ কর্মদক্ষতা কাকে বলে?
উত্তরঃ কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে ।
প্রশ্নঃ কর্মদক্ষতার একক কোনটি?
উত্তরঃ একক নেই ।
প্রশ্নঃ কর্মদক্ষতার একক নেই কেন?
উত্তরঃ একই জাতীয় দুটি রাশির অনুপাত হওয়ায় কর্মদক্ষতার কোনো একক নেই ।
প্রশ্নঃ কর্মদক্ষতাকে কী হিসেবে প্রকাশ করা হয়?
উত্তরঃ কর্মদক্ষতাকে শতকরা হিসেবে প্রকাশ করা হয় ।
প্রশ্নঃ কর্মদক্ষতাকে কী দ্বারা প্রকাশ করা হয়?
উত্তরঃ কর্মদক্ষতাকে সাধারণত গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করা হয়?
প্রশ্নঃ কর্মদক্ষতার একক ও মাত্রা লেখ?
উত্তরঃ একই জাতীয় দুটি রাশির অনুপাত হওয়ায় কর্মদক্ষতার কোনো একক ও মাত্রা নেই ।
প্রশ্নঃ কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে কি বুঝায়?
উত্তরঃ কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে যন্ত্র থেকে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়ছে তার অনুপাতকে বুঝায় ।
প্রশ্নঃ কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে কি বুঝ?
উত্তরঃ কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে আমরা বুঝি যে, যদি এই যন্ত্রে 100J শক্তি দেওয়া হয়, তাহলে সে যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি 70J হবে ।
Post a Comment