চুলের হারিয়ে যাওয়া আদ্রতা ফিরে আসে-The lost moisture in the hair comes back

 


শীতের (Winter) অর্থ চুলের পাশাপাশি ত্বকের আর্দ্রতাও হ্রাস পাবে। ফলে স্বাভাবিকভাবেই হেয়ার ফলের মাত্রা তো বাড়বেই, সেই সঙ্গে চুলে জট এবং ড্রাই স্ক্যাল্পের মতো সমস্যাও লেজুড় হতে পারে।খুশকির প্রকোপ (Outbreak) আরও বাড়তে পারে। কিন্তু যদি চাও তাহলে এই সব সমস্যা থেকে কিন্তু দূরে থাকতে পারো। তবে তার জন্য চুলের যত্নে কাজে লাগাতে হবে অ্যাপেল সাইডার ভিনিগারকে(Cider vinegar), তাহলে দেখবেন দুর্গের বিজয়! আসলে এই বিশেষ ধরনের ভিনিগারটি চুল এবং স্ক্যাল্পের আদ্রতা যাতে কমে না যায়, সেদিকে খেয়াল রাখে। ফলে চুলের সৌন্দর্য (Beauty) কমে যাওয়ার আশঙ্কা যেমন কমে, তেমনি নানাবিধ স্ক্যাল্পের সমস্যাও দূরে থাকতে বাধ্য হয়। এত ঠাণ্ডাতেও চুলকে আদ্র রাখতে এক কাপ অ্যাপেল সাইডার ভিনিগারে ২ কাপ জল মিশিয়ে তৈরি করতে হবে একটি মিশ্রণ। তারপর সেই মিশ্রনের সাহায্যে ভালো করে ধুয়ে ফেলতে হবে চুল। প্রসঙ্গত, এইভাবে, আপনি যদি প্রতিদিন আপনার চুলের যত্ন (Hair care) নেন তবে আপনি দেখতে পাবেন যে ফলাফলগুলি পুরোপুরি মিলবে!

Post a Comment

Previous Post Next Post