নিয়মিত টোনার হিসেবে এই ভিনিগারটিকে কাজে লাগালে একদিকে যেমন ত্বকের "পিএইচ" লেভেল ঠিক থাকবে, তেমনি স্কিনের ইতিউতি জমতে থাকা ময়লাওসব ধুয়ে যাবে। সেই সঙ্গে ত্বকের অন্দরে রক্তের প্রবাহ বেড়েযাওয়ার কারণে স্কিনটোনের উন্নতি ঘটবে। শুধুতাই নয়, স্কিনের উজ্জ্বলতাও বাড়বে চোখেপরার মতো।
এক্ষেত্রে সম পরিমাণে জল এবং অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে যে মিশ্রণটি তৈরি হবে, তাতে তুলো চুবিয়ে ধীরে ধীরে সারামুখে লাগাতে হবে। কিছুসময় পরে ধুয়েফেলতে হবে মুখটা।
Post a Comment