আমরা জানি পৃথিবীর ব্যসার্ধ গড়ে 6400 কি.মি. তাহলে পৃথিবীর পরিধি 40212 (2πr) কি.মি.। পৃথিবীর আহ্নিক গতির বেগ 0.465 কি.মি./সেকেন্ড। অর্থাৎ পৃথিবী প্রতি সেকেন্ডে নিজ অক্ষের উপর প্রায় 0.5 কি.মি. বেগে ঘুরছে।
মজার বিষয় হল পৃথিবী এত দ্রুত ঘুরছে কিন্তু আমরা টের পায়না এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা ছিটকে পড়ি না, কেন??
আমরা টের পায়না কারন,
কোন বস্তু ঘুরছে কি না বা গতিশীল কি না তা আমরা তখনই বুঝতে পারি যখন কোন স্থির বস্তুর সাথে ঐ বস্তুর তুলনা করি। যদি কোন স্থির বস্তুর সাথে কোন গতিশীল বস্তুর তুলনা করা না যায় তাহলে গতিশীল বস্তুটি গতিশীল কি না তা বুঝা যায় না।
যেমন আপনি যদি চলন্ত বাসের মাঝখানে বসে বাইরে না তাকান এবং বাস যদি মসৃনভাবে চলতে থাকে তাহলে আপনি বুঝবেন না যে বাসটি গতিশীল।
ঠিক একই ভাবে পৃথিবীকে আমরা কোন স্থির বস্তুর সাথে তুলনা করতে পারছিনা যার কারনে আমাদের মনে হয় পৃথিবী স্থির।
তাহলে আমরা ছিটকে পড়িনা কেন?? কারন আমরা জানি পৃথিবী কোন বস্তুকে তার কেন্দ্রের দিকে একটা বলে আকর্ষন করে যাকে বলা হয় অভিকর্ষ বল। এই অভিকর্ষ বল আমাদের কে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে রাখে যার ফলে পৃথিবী এত দ্রুত ঘুরার পর ও আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না। যেমন বাস যত দ্রুত চলুক না কেন আপনি যদি বাসের যে কোন অংশ শক্ত করে ধরে রাখেন তাহলে আপনি বাস থেকে কখনো পড়বেন না।

Post a Comment