► চীনের রাজাকে বলা হতো : Son of God.
► ভুটানের মুদ্রার নাম
: গুলট্রাম।
► আফগানিস্তানের প্রধান ভাষা
: পশতু।
► সূর্যোদয়ের দেশ বলা হয় : জাপানকে।
► বিশ্বের বৃহত্তম দ্বীপ
দেশ : ইন্দোনেশিয়া।
► থাইল্যান্ডের পূর্বনাম : শ্যামদেশ।
►সৌরজগৎ আবিষ্কার করেন : এন. কোপার্নিকাস।
► ম্যালেরিয়া যে ধরনের
জীবাণু : পরজীবী।
► প্রতি মিনিটে পূর্ণ
বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে : ৭২ বার।
► পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী : হাইড্রোজেন সালফাইড।
► বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয়
: নাইক্রোম তার।
► জাতিসংঘ দ্বিতীয়বারের মত ‘আদিবাসী দশক্’
ঘোষনা করে ২০০৫-২০১৪ সাল পর্যন্ত।
► জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৭৩।
► নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম
– দি হিউম্যান ফ্যাক্টর।
► কোন দেশের কাছে
সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? – রাশিয়া।
► বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঢাকা-
লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে : ৬ ফেব্রুয়ারি ২০১০।
► ডলুরা শুল্ক ষ্টেশন অবস্থিত : সুনামগঞ্জ।
► বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক : অধ্যাপিকা হান্নানা বেগম।
► কোন সেক্টর কমান্ডারের সাংকেতিক নাম ছিল
‘টাইগার লিডার’ : মীর শওকত আলী।
► ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ : মিশর।
► গোলান মালভূমি নিয়ে
বিরোধ রয়েছে : ইসরাইল ও মিশর।
► গ্রে উলফ নামে
পরিচিত : কামাল আতাতুর্ক।
► বাংলাদেশে কত সনে ভ্যাট চালু হয়্?
– ১৯৯১
► জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish.
► ‘রেড স্কোয়ার’ অবস্তিত : মস্কোয়।
► পারস্য উপসাগরে যে দ্বীপ অবস্থিত : বাহরাইন দ্বীপ।
► বিশ্বের বৃহত্তম লাইব্রেরি : লাইব্রেরি অব কংগ্রেস।
►
‘রয়টার’ যে দেশের
সংবাদ সংস্তা : যুক্তরাজ্য।
► বিশ্বের সর্ববৃহৎ প্রাণী : নীল তিমি।
►
‘সিমলাইন’ হলো : ইসরাইল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত বেষ্টনী।
►
WTO’ প্রতিষ্ঠিত হয় : ১ জানুয়ারি ১৯৯৫।
► ইরান ২য় বিশ্বযুদ্ধে সমর্থন করে : জার্মানিকে
إرسال تعليق