শীতে ত্বকের ধরন অনুযায়ী ব্যবহারের জন্য বডি লোশনের সাজেশন

 


শীতে ত্বকের ধরন অনুযায়ী ব্যবহারের জন্য বডি লোশনের সাজেশন

শীতকালে খেয়েআরাম, খাইয়ে আরাম, ঘুরে-বেড়িয়ে আরাম, পোশাক পরে আরাম, মিঠে রোদ পুইয়েআরাম, মেলায় ঘুরেআরাম... সবেতেই আরাম, শুধুএকটা ব্যাপারে ছাড়া সেটি হল ত্বকের যত্ন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে-কমতে প্রায়তলানিতে এসে ঠেকবে, ত্বকের স্বাভাবিক যেটুকু আর্দ্রতা, সেটুকুও শুষেনেবে রোদে, আর আমি-আপনি নাজেহাল হয়ে যাব সেই শুষ্ক ত্বকের যত্ননিতে-নিতে! এরই নাম শীতকাল

যদিও আমরাএখন শীত পরারসঙ্গে-সঙ্গেই নানাধরনের ক্রিম-বডি লোশন ইত্যাদি বাড়িতে মজুত করতে শুরুকরি, কিন্তু তাতেওশেষরক্ষা হয় কই? অথচ বিজ্ঞাপন অনুযায়ী বডি লোশন (Body Lotions) লাগালেই ত্বক এতটাইপেলব, নরম হয়ে যাওয়ার কথা যে, মাছি বসলেও পিছলেযাবে, রোদে বেরলেগা থেকে আলো ঠিকরোবে!

আসলে আমরাযখন বডি লোশনকিনি, তখন ত্বকের ধরন অনুযায়ী কিনিনা অথচ প্রতিটি ত্বকের আলাদা ধরনেরযত্নের প্রয়োজন যে বডি লোশন আপমনার মায়েরজন্য পারফেক্ট, সেটি আপনার কাজে না- আসতে পারে পারিবারিক বডি লোশন বলে কিছু হয় না অথচ আমরা ঠিক সেটাইকরি একটাই ধাঁইসা সাইজের বোতল কিনেদাদু মাখেন, নাতিও! ফল যা হওয়ার, তাই হয়

তাই এখানেআমরা নিয়ে এসেছিএকটি অতুলনীয় বডি লোশন গাইড, যেখানে শুষ্ক, সাধারণ এবং তৈলাক্ত ত্বকের জন্যআলাদা-আলাদা প্রোডাক্ট সাজেশন (Best Winter Body Lotions) দিয়ে দেওয়া হচ্ছে আপনাকে শুধু কষ্ট করে কিনে লাগাতে হবে এটুকুনিশ্চয়ই পারবেন, আপনাদের উপর আমরা এটুকুভরসা এখনও করি... To be continue ……….


Post a Comment

Previous Post Next Post