প্রশ্ন - কোন প্রাণিকে মরুভূমির জাহাজ বলা হয় ?
উত্তরঃ উটকে ।
প্রশ্ন - বানরের পা কয়টি
?
উত্তরঃ একটিও নয়, চারটিই হাত ।
প্রশ্ন - কোন প্রাণি ডাকতে
পারে না ?
উত্তরঃ জিরাফ ।
প্রশ্ন - কোন প্রাণি শব্দ
করতে পারে না ?
উত্তরঃ জিরাফ ও শামুক
।
প্রশ্ন - সবচেয়ে উচুঁ প্রাণি কোনটি ?
উত্তরঃ জিরাফ ।
প্রশ্ন - কোন জন্তু কখনই
ঘুমায় না ?
উত্তরঃ ডলস পরপায়েজ ।
প্রশ্ন - সবচেয়ে দ্রুতগামী পশুর নাম কি ?
উত্তরঃ চিতা বাঘ । এরা ঘণ্টায় ৪৫ মাইল
অতিক্রম করতে পারে
।
প্রশ্ন - কোন প্রাণির জিহ্বা কণ্টকময় ?
উত্তরঃ কাঠঠোকরা ।
প্রশ্ন - সবচেয়ে দীর্ঘজীবী প্রাণি কোনটি ?
উত্তরঃ কচ্ছপ ।
প্রশ্ন - পশুর রাজা কে ?
উত্তরঃ সিংহ ।
প্রশ্ন - কোন পশু দাঁড়িয়ে ঘুমায় ?
উত্তরঃ ঘোড়া ।
প্রশ্ন - সবচেয়ে চালাক প্রাণি কোনটি ?
উত্তরঃ শিয়াল ।
প্রশ্ন - কোন প্রাণির চামড়া
সবচেয়ে শক্ত ও মোটা ?
উত্তরঃ গণ্ডারের ।
প্রশ্ন - কোন প্রাণি কান দিয়ে শ্বাসের কাজ চালায় ?
উত্তরঃ হরিণ ।
প্রশ্ন - কোন প্রাণি সবচেয়ে বিশ্বস্ত ?
উত্তরঃ কুকুর ।
প্রশ্ন - কোন প্রাণি জিহ্বা দিয়ে শোনে ?
উত্তরঃ সাপ ।
প্রশ্ন - কোন প্রাণির চোখ ও হাড় নেই
?
উত্তরঃ জোঁক ও কেঁচোর ।
প্রশ্ন- কোন প্রাণি দেহ কেটে গেলেও মরে না ?
উত্তরঃ কেঁচো ।
প্রশ্ন - সবচেয়ে বড় পশু কোনটি ?
উত্তরঃ হাতি ।
প্রশ্ন - কোন পশুর চামড়ায় বন্দুকের গুলী ঢুকে
না ?
উত্তর: গন্ডারের ।
প্রশ্ন - কোন সাপ আকাশে
উড়ে ?
উত্তর: প্যারাডাইস ট্রি স্নেক
|
প্রশ্ন - কোন প্রাণি মানুষের মত কথা বলতে
পারে ?
উত্তর: ড্রামিফিস, এদের দাঁতের করমড় ।
প্রশ্ন - কোন প্রাণির দুধ মাটিতে পড়ামাত্রই লোহার মত শক্ত হয়ে যায় ?
উত্তর: বাঘের দুধ ।
প্রশ্ন - কোন প্রাণির জিহ্বা ও প্রাণির চেয়েও
বড় ?
উত্তর: হিরগিটির ।
প্রশ্ন - কোন প্রাণির ৮শত ৮৬টি পা আছে
?
উত্তর: উলুকা, উহা দেখে
বিজ্ঞানীরা ট্রেন আবিষ্কার করেন ।
প্রশ্ন - কোন প্রাণির কান নেই ?
উত্তর: সাপ ও পিঁপড়ার ।
প্রশ্ন - কোন প্রাণি বাতাস
খেয়ে বেঁচে থাকে
?
উত্তর: শান্ডা ।
প্রশ্ন - কোন প্রাণির রক্ত
সাদা ?
উত্তর: টিকটিকির রক্ত সাদা
।
প্রশ্ন - কোন প্রাণি জন্মের পৃর্বে ৬৪৫ দিন মায়ের পেটে থাকে
?
উত্তর: হাতি ।
প্রশ্ন - কোন প্রাণির তিনটা
করে চোখ থাকে
?
উত্তর: টুয়াটোরা ।
প্রশ্ন - সবচেয়ে সাহসী প্রাণি কোনটি ?
উত্তর: বন্য শূকর ।
প্রশ্ন - পৃথিবীতে কোন প্রাণির সংখ্যা বেশি ?
উত্তর: পিঁপড়ার সংখ্যা বেশি
।
প্রশ্ন - কোন প্রাণির কান হাঁটুতে ?
উত্তর: ফড়িং ।
প্রশ্ন - কোন প্রাণির পেটের
বাচ্চা রাখার থলে আছে ?
উত্তর: ক্যাঙ্গারু ।
প্রশ্ন - সবচেয়ে হিংস্র প্রাণি কোনটি ?
Post a Comment