প্রশ্ন- মহাগ্রন্হ আল-কুরআনে আল্লাহ তায়ালার কয়টি গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে ?
উত্তর: ৯৯ টি ।
প্রশ্ন- আমলনামা কি ?
উত্তর: আমলনামা হচ্ছে, নেক আমলের হিসাব ।
প্রশ্ন- পবিত্র কুরআনে কতটি
আয়াতে আখেরাতের জীবন স্হায়ী হওয়ার কথা বলা হয়েছে ?
উত্তর: ৮৩টি ।
প্রশ্ন- বেহেশতের চাবি কোনটি
?
উত্তর: নামাজ ।
প্রশ্ন- কুরআন মাজিদ কত বছরে কার মাধ্যমে অবর্তীণ হয়েছে ?
উত্তর: কুরআন মাজিদ সুর্দীঘ ২৩ (তেইশ) বছর ধরে হযরত জিবরাঈল আমিন মারফত অবর্তীণ হয়েছে ।
প্রশ্ন- কুরআন মাজিদ কেন অবর্তীণ হয়েছে ?
উত্তর: কুরআন মাজিদ শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ওপর মানব জাতির হেদায়তের জন্য অবর্তীণ হয়েছে ।
প্রশ্ন- কেয়ামতের দিন সুপারিশ করবেন কারা ?
উত্তর: আলেমগণ ।
প্রশ্ন- হাশরে ময়দানে সর্বপ্রথম কে সুপারিশ করবেন
?
উত্তর: হযরত মুহাম্মদ (সাঃ) ।
প্রশ্ন- কেয়ামতের দিন আদম সন্তানের সরদার হবে
?
উত্তর: হযরত মুহাম্মদ (সাঃ) ।
প্রশ্ন- কুরআন মাজিদে সূরা
ও আয়াত কয়টি
?
উত্তর: সূরা ১১৪টি ও আয়াত ৬,৬৬৬টি
।
প্রশ্ন- পৃথিবীর প্রথম নবী কে ছিলেন ?
উত্তর: হযরত আদম (আঃ) ।
প্রশ্ন- সর্বশেষ ও সবশ্রেষ্ঠ নবী কে ছিলেন
?
উত্তর: হযরত মুহাম্মদ (সাঃ) ।
প্রশ্ন- ইসলাম শব্দটির অর্থ্
কি ?
উত্তর: শান্ত ।
প্রশ্ন - মানুষ কোন কাজে
শয়তান হয়ে যায়
?
উত্তর: নামাজ ত্যাগ করিলে
ও সত্য-মিথ্যা কছম খাইলে ।
প্রশ্ন - কোন ব্যক্তিদের কবরের মাটি চাপ দেওয়ার সাথে সাথে কেবলা
হইতে মুখ ঘুরাইয়া দেওয়া হবে?
উত্তর: (ক) সুদ খোর (২) মানুষ বিক্রয়কারী (৩) রোদন করিয়া কান্নাকারী মহিলা (৪) মিথ্যা স্বাক্ষরকারী ও মজুদদার ।
প্রশ্ন - কোন আমল সওয়াব
আল্লাহ নিজ হাতে
দিবেন ?
উত্তর: রমজান মাসের ফরজ রোজার সওয়াব ।
প্রশ্ন - কোন বাদশা চিঠি
দিয়ে নদীর জোয়ার
আনতেন ?
উত্তর: হযরত ওমর ফারুক
(রাঃ) ।
প্রশ্ন - কোন কাজ করিলে
কুকুরের সহিত মিশিয়া যায় ?
উত্তর: নামায ত্যাগ করিলে
।
প্রশ্ন - আল্লাহর নির্দেশে সর্বপ্রথম কে কাকে সালাম দিয়েছিলেন ?
উত্তর: আল্লাহর নির্দেশে হযরত আদম (আঃ) সর্বপ্রথম ফেরেশতাদের সালাম দিয়েছিলেন ।
প্রশ্ন - কার মৃত্য নেই
?
উত্তর: মহান আল্লাহর মৃত্য
নেই ?
প্রশ্ন - পৃথিবীতে সন্তান আসার
উসিলা কে ?
উত্তর: পিতা-মাতা ।
প্রশ্ন - শবে-বরাত কবে পালিত হয় ?
উত্তর: ২৩ মে (৯ শে জ্যেষ্ঠ) ।
প্রশ্ন - জুমায়াতুল বিদা কবে পালিত হয় ?
উত্তর: ১ জূলাই (১৭ শে আষাঢ়) ।
প্রশ্ন - শবের-কদর কবে পালিত হয় ?
উত্তর: ৩ জুলাই (১৯ শে আষাঢ়) ।
প্রশ্ন - হিজরী নবর্বষ কবে পালিত হয় ?
إرسال تعليق