সৌরজগতের অসংখ্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীতে মানুষের বসবাস। তার অন্যতম কারন হল পৃথিবীর চৌম্বকক্ষেত্র যা অন্য কোন গ্রহে নাই। সূর্য থেকে আসা অত্যান্ত উত্তপ্ত আহিত কণাকে এই চৌম্বকক্ষেত্র প্রতিহত করে,
যার ফলে পৃথিবীর পৃষ্ঠের অক্সিজেন ও হাইড্রোজেন উত্তপ্ত আহিত কণার দহন থেকে সংরক্ষিত থাকে। অন্যান্য গ্রহে এই চৌম্বকক্ষেত্র না থাকার কারনে সূর্য থেকে আসা অত্যান্ত উত্তপ্ত আহিত কণা অক্সিজেন কে পুড়িয়ে দেয় যার ফলে ঐ সব গ্রহে অক্সিজেন নাই।
তাই ঐ সব গ্রহে মানুষ সহ অন্যান্য প্রাণি বসবাসের অযোগ্য। বর্তমানে বিজ্ঞানীরা মজ্ঞল গ্রহে মানুষ বসবাসের জন্য চেষ্টা চালাচ্ছে। তাদের চেষ্টার প্রথম পদক্ষেপ হচ্ছে মজ্ঞল গ্রহে বিশাল আকৃতির চৌম্বকক্ষেত্র সৃষ্টি করা।

Post a Comment