রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণামূলক উক্তি (Bangla Motivational Quotes By Rabindranath Tagore)

ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম
 

রবীন্দ্রনাথঠাকুর একাধারে কবি, সাহিত্যিক, লেখক, চিত্রশিল্পী, দার্শনিক, গীতিকারনা জানি আরও কত গুনের অধিকারী ছিলেন। সে কারনেই হয়ত তিনি বিশ্ববরেণ্য। রইল তাঁর দশটি অনুপ্রেরণামূলক উক্তির সংকলন (মোটিভেশনাল পোস্ট)

১। কৃতকার্য হবার মতো শিক্ষা যাদের নেই, যারা কেবলমাত্র দৈবক্রমেই কৃতকার্য হয়ে ওঠে, তাদের সেই কৃতকার্যতাটাএকটা বিষম বালাই

২। হাল ছাড়ব না, কিন্তু কোন দিক বাগে হাল চালাতে হবে সেটা যদি না ভাবি বুদ্ধিসংগত তার একটা জবাব না দিই তবে, মুখে যতই আস্ফালন করি, ভাষান্তরে তাকেই বলে হাল ছেড়ে দেওয়া

৩। প্রত্যেক দেশের যুবকদের উপর ভার রয়েছে সংসারের সত্যকে নূতন করে যাচাই করে নেওয়া, সংসারকে নূতন পথে বহন করে নিয়ে যাওয়া, অসত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। প্রবীণ বিজ্ঞ যাঁরা তাঁরা সত্যের নিত্যনবীন বিকাশের অনুকূলতা করতে ভয় পান, কিন্তু যুবকদের প্রতি ভার আছে তারা সত্যকে পরখ করে নেবে

৪। যে শিক্ষা স্বজাতির নানা লোকের নানা চেষ্টার দ্বারা নানা ভাবে চালিত হইতেছে তাহাকেই জাতীয় বলিতে পারি। স্বজাতীয়ের শাসনেই হউক আর বিজাতীয়ের শাসনে হউক, যখন কোনো একটা বিশেষ শিক্ষাবিধি সমস্ত (Motivational Quotes In Bengali) দেশকে একটা কোনো ধ্রুব আদর্শে বাঁধিয়া ফেলিতে চায় তখন তাহা জাতীয় বলিতে পারি নাতাহা সাম্প্রদায়িক, অতএব জাতির পক্ষে তাহা সাংঘাতিক

৫। স্বার্থ জিনিসটা যে কেবল নিজে ক্ষুদ্র তা নয়, যার প্রতি সে হস্তক্ষেপ করে তাকেও ক্ষুদ্র করে তোলে

৬। দেশ কেবল ভৌগলিক নয়, দেশ মানসিক

৭। কেবলমাত্র সামনে দাঁড়িয়ে থাকলে বা জলের দিকে তাকিয়ে থাকলে সমুদ্র পার হওয়া সম্ভব নয় (Bangla Motivational Quotes)

৮। যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয়, ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে

৯। সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন

১০। ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও, তা হলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায়

Post a Comment

Previous Post Next Post