হাই ব্লাড প্রেসার : কেন হয়, হলে কী করবেন, High blood pressure: why, what to do


হাই ব্লাড প্রেসার : কেন হয়, হলে কী করবেন

উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার মুহুর্তেই বয়ে আনতে পারে চরম পরিণতি করোনারি হার্ট ডিজিজ, হার্টফেল, স্ট্রোক, কিডনি অকেজো ইত্যাদি মারাত্মক সমস্যা দেখা দিতে পারে উচ্চ রক্তচাপের ফলে কেন হাই ব্লাড প্রেসার হয়, হলে করণীয় কি? জানাচ্ছেন বাংলাদেশ আকুপ্রেশার সোসাইটির আকুপ্রেশার বিশেষজ্ঞ মনোজ সাহা

রক্ত চাপ যখন স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তখন উচ্চ রক্তচাপ হয় মস্তিস্ক মেরুজল হৃৎপিণ্ডের তৃতীয় অংশ থেকে ওপরে উঠে স্নায়ুতন্ত্রে প্রবেশ করে যখন মস্তিষ্ক মেরুজলে লবণের পরিমাণ বেড়ে যায়, তখন বহির্গত নালির বাল্বের ভেতরে অবস্থিত চুলের মতো সূক্ষ কোষগুলো শক্ত হয়ে যায় এর ফলে মস্তিষ্ক মেরুজলের প্রবাহ ব্যাহত হয় হৃৎপিণ্ডের তৃতীয় অংশে এই মস্তিষ্ক মেরুজলকে ওপরে ঠেলার জন্য যে চাপের সৃষ্টি হয় তাই উচ্চ রক্তচাপ

অনেক সময় দুশ্চিন্তাজনিত কারণ থেকেও এটি হতে পারে উচ্চ রক্তচাপের ফলে করোনারি হার্ট ডিজিজ, হার্টফেল, স্ট্রোক, কিডনি অকেজো ইত্যাদি মারাত্মক সমস্যা দেখা দেয়

 

লক্ষণ

 

* মাথাব্যথা, বিশেষ করে পেছনের দিকে ব্যথা অনেক সময় সকালে ঘুম থেকে উঠার পর ব্যথা অনুভূত হয় দু-চার ঘণ্টা পর কমে যায়

 

* মাথা ঘোরা

 

* বুক ধড়ফড় করা

 

* মনোযোগের অভাব

 

* অল্পতে হাঁপিয়ে যাওয়া

 

* মাংসপেশির দুর্বলতা

 

* পা ফোলা

 

* বুকে ব্যথা

 

* নাক দিয়ে রক্ত পড়া

 

* ক্লান্তিবোধ

 

* ঘাড় ব্যথা


কারণ

 

* ধূমপান

 

* ওজন বেশি

 

* অলস জীবন-যাপন

 

* খাবারের সঙ্গে বেশি লবণ গ্রহণ

 

* নেশাজাতীয় দ্রব্য সেবন

 

* বংশগত কারণে

 

* ক্রনিক কিডনি রোগ

 

* অ্যাড্রেনাল থাইরয়েড গ্রন্থির সমস্যা


ঔষধ

 

* এক মাস সকাল সন্ধ্যায় দুই চামচ করে থানকুনি পাতার রস সেবন করুন অথবা রসুন কোয়া করে দুবেলা ভাতের সঙ্গে ১৫ দিন খান

 

* ৪টি তুলসীপাতা ২টি নিমপাতা চা চামচ পানিতে চটকিয়ে খেয়ে নিন

 

* ১০০ গ্রাম পানিতে মাঝারি আকারের অর্ধেকটা লেবু চিপে দিনে - বার পান করতে হবে

 

যা করবেন

 

* ওজন কামানো

 

* লবণ সোডিয়ামযুক্ত খাদ্য কম গ্রহণ

 

* হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা শারীরিক পরিশ্রম করা

 

* রেড মিট বর্জন করা

 

টিপস

উচ্চ রক্তচাপ হলে চোখ বন্ধ করে দুই হাতের কনিষ্ঠ আঙুল কানের মধ্যে দিয়ে - মিনিট কান ঝাঁকুনি দিন

Post a Comment

أحدث أقدم